বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের ‘মেগাস্টার’ শাকিব খান মানেই নতুন কোনো চমক। বর্তমানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে সেই সিনেমাটির একটি নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন ঢালিউড কিং। অভিনেতার এই ভিন্নধর্মী লুক নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তুমুল আলোচনা।
সম্প্রতি শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে দেখা যায় সম্পূর্ণ ক্লিন শেভড লুকে, তবে শুধু রয়েছে মোটা গোঁফ। ছবিটিতে এলোমেলো চুল এবং চোখে রোদ চশমায় এক নতুন স্টাইলে ধরা দিয়েছেন তিনি।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে শাকিব খান লেখেন, ‘আপনি নিজেকে যত বেশি জানবেন, তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।’
এদিকে অভিনেতার এই ভিন্নধর্মী লুক দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। কমেন্ট বক্স ভরে উঠেছে মিশ্র প্রতিক্রিয়ায়। কেউ কেউ এই লুকে শাকিব খানকে প্রথমে চিনতেই পারেননি বলে মন্তব্য করেছেন।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমি তো প্রথমে চিনতেই পারিনি, অনেক সুন্দর।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
তবে ব্যতিক্রমী আবদারও লক্ষ্য করা গেছে। কমেন্ট বক্সে আরেকজন নেটিজেন লিখেছেন, ‘ভাইয়া এভাবে আর কতো দেখবো আপনাকে, একটু সিক্স প্যাক বডি বানিয়ে আমাদেরকে চমক দেন।’
শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই নতুন লুকের মাধ্যমে শাকিব খান যেন তারই ইঙ্গিত দিলেন যে, ‘সোলজার’-এ তিনি নিজেকে সম্পূর্ণ নতুন রূপে হাজির করতে চলেছেন।
এসএন