রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন নির্ভর করছে ওয়াশিংটনের ওপর: ল্যাভরভ

রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে কি না তা সম্পূর্ণভাবে নির্ভর করছে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর। এমনটাই বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে পুতিন সম্মত হলেও যুক্তরাষ্ট্র এখনো বৈঠকের সময় বা স্থান চূড়ান্ত করেনি। সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

রোববার হাঙ্গেরির ইউটিউব চ্যানেল আল্ট্রাহাং-কে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, “প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিনের সঙ্গে বুদাপেস্টে সাক্ষাৎ করার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্প। প্রেসিডেন্ট পুতিন তাতে সম্মতিও দিয়েছিলেন এবং প্রস্তুতির কাজ শুরু করার কথা বলেছিলেন।”

তিনি বলেন, মস্কো এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের জন্য উন্মুক্ত, তবে এই বৈঠকের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, “আমরা ভদ্র মানুষ। কেউ আমন্ত্রণ জানালে আমরা বলি, হ্যাঁ-কোথায়, কবে এবং কিভাবে, তা ঠিক করি। কিন্তু পরে সেই আমন্ত্রণ বাতিল করা হয়। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন- আমন্ত্রণ ‘বাতিল’ মানে আসলে ‘স্থগিত’। তাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদেরই, যারা এই প্রক্রিয়া শুরু করেছিল।”

ল্যাভরভ জানান, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার ফোনালাপে ভালো আলোচনা হয়েছে। তিনি বলেন, “এই ফোনকলটি এসেছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। পরে স্টেট ডিপার্টমেন্টও জানায়, ফলপ্রসূ আলাপ হয়েছে। এতটাই ভালো যে আপাতত নতুন কোনো বৈঠকের প্রয়োজন মনে করা হয়নি।”

তিনি আরও বলেন, “গত আগস্টে আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের ফলাফল নিয়ে রুবিওর সঙ্গে আলোচনার পর তিনি নতুন কোনো বৈঠক বা কথোপকথনের প্রসঙ্গ তোলেননি। আমিও তুলিনি, কারণ উদ্যোগটা তাদের দিক থেকেই এসেছিল। যুক্তরাষ্ট্র যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আমরা সেভাবেই প্রস্তুত।”

ল্যাভরভ জানান, ইউক্রেনের ভবিষ্যৎ ভূখণ্ড ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা চলছে। প্রেসিডেন্ট পুতিন এ নিয়ে ট্রাম্প, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোসহ আরও কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, “আমাদের একটি বাফার জোন দরকার। ইউক্রেন এখনো রুশ ভূখণ্ডে গোলাবর্ষণ, বোমাবর্ষণ ও ড্রোন হামলা চালাচ্ছে। এমনকি ব্রিয়ানস্ক, বেলগোরদ ও কুরস্কের মতো অঞ্চলও হামলার শিকার হয়েছে, যেগুলো নিয়ে কখনেই বিতর্ক ছিল না।”

রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত বলে উল্লেখ করে ল্যাভরভ বলেন, কিয়েভকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে, ন্যাটোয় যোগ না দেওয়া, পারমাণবিক অস্ত্র না রাখা এবং রুশভাষীদের অধিকার নিশ্চিত করতে হবে।

ল্যাভরভ অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো যুদ্ধবিরতি নিয়ে বাড়াবাড়ি করছে এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া সংলাপকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, “ইউরোপীয় দেশগুলো ও ইউক্রেন এখন নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে চাপ দিচ্ছে। আর এটি রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনায় বাধা হয়ে উঠছে।”

ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ নিয়েও তিনি সমালোচনা করেন। ল্যাভরভ বলেন, “এটি ভুল সিদ্ধান্ত। এ ধরনের পদক্ষেপ কেবল আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে।”

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে : মো. আলাউদ্দীন Dec 12, 2025
img
টাকা থাকা অস্বাভাবিক নয়, ‘সুগার ড্যাডি’র প্রশ্নে অভিনেত্রী কুসুমের মন্তব্য Dec 12, 2025
img
শরীর বলে বাচ্চা নাও, মন বলে এখনই নয় : রিয়া চক্রবর্তী Dec 12, 2025
img
শ্বাসরুদ্ধ অভিযানের বিস্তারিত বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা Dec 12, 2025
img
মেট্রোরেল নির্ধারিত সময় অনুযায়ী চলবে: ডিএমটিসিএল Dec 12, 2025
img
মোহাম্মদপুর-মগবাজারে পৃথক ককটেল বিস্ফোরণ Dec 12, 2025
img
ঢাকায় আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের বিক্ষোভ দিবস অনুষ্ঠিত Dec 12, 2025
img
ফেসবুকের গল্পে নতুন রূপ পেয়েছে অহনার ‘পতন’ Dec 12, 2025
img
শুধু তফসিল ঘোষণা করলেই নির্বাচন সুষ্ঠু হবে, এমন ভাবার সুযোগ নেই: গোলাম পরওয়ার Dec 12, 2025
img
মালদ্বীপ প্রবাসীদের নির্বাচনী ডাকসেবা সহজের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত Dec 12, 2025
img
স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে সারজিসের মন্তব্য Dec 12, 2025
img
নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রিজওয়ানা হাসান Dec 12, 2025
img
জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল Dec 12, 2025
img
অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ২৭০৬ জন Dec 12, 2025
img
ইলেক্টিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে খালেদা জিয়াকে, চলছে ডায়ালাইসিস Dec 12, 2025
img
কর্মকর্তাদের বদলি-ছুটিতে লাগবে ইসির সম্মতি Dec 12, 2025
img
সুদানের যুদ্ধরত পক্ষগুলোর সঙ্গে বৈঠক করবে জাতিসংঘ: মহাসচিব Dec 12, 2025
img

বিজয় দিবস প্রদর্শনী ম্যাচ

সৌম্যের বদলি নাইম, স্কোয়াডে সুযোগ পেলেন রিপন-রাকিবুলরা Dec 12, 2025
img

নারী ক্রিকেট

বিসিবিতে লিখিত অভিযোগ জমা দিলেন জাহানারা Dec 12, 2025
img
তফসিল ঘোষণার দিনেই পদত্যাগের বার্তা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন Dec 11, 2025