কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলোর সংগঠন (আসিয়ান) শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এই সাক্ষাৎকে গঠনমূলক বলে বর্ণনা করেছে ব্রাজিল।
রোববার (২৬ অক্টোবর) ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে এক্সে দেয়া বার্তায় লুলা জানান, তাদের দেশের আলোচনাকারী দলগুলো শুল্ক এবং অন্যান্য সমস্যা মোকাবেলায় অবিলম্বে কাজ শুরু করবে। খবর আল জাজিরার
এর আগে জুলাইয়ে বিশ্বব্যাপী নতুন করে শুল্ক আরোপ ঘোষণা করেন ট্রাম্প। এর ফলে বেশিরভাগ ব্রাজিলীয় পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ানো হয়। বলসোনারোর বিরুদ্ধে একে “জাদুকরী শিকার” বলে অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বলসোনারো ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর অভ্যুত্থান চেষ্টার জন্য ২৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত অতি-ডানপন্থি একজন নেতা।
বলসোনারোর সমর্থকরা দেশটির রাজধানীর রাজনৈতিক কেন্দ্রে দাঙ্গাও করেছিল, যার ফলে দুই বছর আগে ৬ জানুয়ারে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সমর্থকরা দাঙ্গা শুরু করে।
সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেসসহ অসংখ্য ব্রাজিলীয় কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। বলসোনারোর দোষী সাব্যস্ত হওয়ার জন্য বিচারের তত্ত্বাবধান করেছিলেন এই বিচারক।
তবে রোববারের বৈঠকের আগে ট্রাম্প বলেন যে তিনি লুলার সাথে কিছু চুক্তিতে পৌঁছাতে পারেন এবং বলসোনারোর ভাগ্য নিয়ে তার উদ্বেগ সত্ত্বেও উভয় দেশ শক্তিশালী সম্পর্ক গড়বে বলেও আশা করেন। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমাদের উভয় দেশের জন্য বেশ কিছু ভালো চুক্তি করতে সক্ষম হওয়া উচিত।’
এদিকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেছেন যে আলোচনা অবিলম্বে শুরু হবে এবং আলোচনা চলাকালীন ব্রাজিল শুল্ক স্থগিত করার অনুরোধ করেছে, যদিও আমেরিকা সম্মত হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
ভিয়েরা বলেন, ‘আমরা আশা করি অদূর ভবিষ্যতে কয়েক সপ্তাহের মধ্যে বর্তমান ব্রাজিলের প্রতিটি ক্ষেত্রকে সম্বোধন করে দ্বিপাক্ষিক আলোচনা শেষ হবে। তিনি আরও বলেন, লুলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে মধ্যস্থতা করতে সাহায্য করারও প্রস্তাব দিয়েছেন।
আরপি/টিকে