ভারতীয় তারকা ক্রিকেটার জসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল তাদের বন্ধুত্বের মজার এক দিক দেখালেন ইনস্টাগ্রামে। অক্ষর একটি বিজ্ঞাপনী ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে তাকে নানা চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সেই ভিডিওর নিচে বুমরাহ মজার ছলে লিখলেন, ‘কিডনি টাচিং অভিনয়’।
‘হার্ট টাচিং’ শব্দগুচ্ছের জায়গায় ‘কিডনি টাচিং’ ব্যবহার করায় মন্তব্যটি মুহূর্তেই ভাইরাল হয়। বুমরাহর এই মন্তব্যে ভক্তরা হাসির ইমোজি দিয়ে ভরিয়ে দেন কমেন্ট বক্স।
অক্ষরও বিষয়টিকে হালকাভাবে নিয়ে আরও মজা যোগ করেন। তিনি জবাবে লিখেন, ‘ধন্যবাদ ভাই, পরেরবার আমার অভিনয় তোমার পা ছুঁয়ে যাবে’।
এটি প্রথমবার নয়, আগেও আইপিএলের ম্যাচ শেষে তাদের হাস্যরসপূর্ণ আলাপচারিতা টিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইনস্টাগ্রামেও তারা প্রায়ই একে অপরকে খোঁচা দেন। তবে তাদের বন্ধুত্ব শুধু মজায় নয়, শ্রদ্ধায়ও ভরপুর।
বুমরাহ সবসময়ই অক্ষরের অলরাউন্ডার ভূমিকার প্রশংসা করে থাকেন। অপরদিকে, অক্ষরও বুমরাহকে ‘বিশ্বমানের বোলার’ বলে উল্লেখ করেছেন। গত বছর তিনি বলেছিলেন, ‘অবশ্যই জসপ্রিত বুমরাহ একজন বিশ্বমানের বোলার। আমাদের দলে এত মানসম্পন্ন বোলার আছে যে কঠিন পরিস্থিতিতেও আমরা বেরিয়ে আসতে পারি।’
তিনি আরও যোগ করেন, ‘বুমরাহর বোলিং নিয়ে ড্রেসিংরুমে খুব একটা কথা হয় না। সে নিজেই জানে কখন কী করতে হবে। কোচও শুধু বলেন, তুমি যেভাবে ভাবছ, সেভাবেই ভালো কাজ করছ।’
টিজে/টিকে