বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকার ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।
এদিকে আতিকুল ইসলাম আদালতে তার আইনজীবীকে জানিয়েছে, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
শুনানিতে কাঠগড়ায় থাকাবস্থায় তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীনকে এ কথা জানান।
তিনি জানান, আজ কাঠগড়ায় থেকে মেয়র আতিক জানিয়েছেন- রাজনৈতিক কারণে তাকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রিমান্ডেও নেওয়া হচ্ছে। জেল হাজতে রেখে নিষ্ঠুর আচরণ করছে। তাকে অন্ধকারে রেখে এ সরকার বিচার প্রক্রিয়া পরিচালনা করছে। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত না। ন্যায় বিচার হলে এসব মামলায় ওনার কোন সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। তিনি ব্যবসায়ী ছিলেন। সেজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। ঘটনার দিন বিকাল পৌনে পাঁচটায় গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় এ বছরের ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করে নিহতের ছেলে রেদোয়ান হোসেন।
এমআর/টিকে