আর্জেন্টিনার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেলেন মিলেই’র দল

আর্জেন্টিনার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই’র রাজনৈতিক দল লা লিবেরতাদ অ্যাভেঞ্জা। পার্লামেন্টের নিম্ন ও উচ্চ উভয় কক্ষেই অর্ধেকেরও বেশি আসানে জয়ী হয়েছেন দলটির প্রার্থীরা।

আর্জেন্টিনার নিম্মকক্ষে আসনসংখ্যা ১২৭টি এবং উচ্চকক্ষে ২৪টি। ইলেকশন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, লা লিবেরটাড অ্যাভেঞ্জার প্রার্থীরা নিম্নকক্ষে ৬৪টি এবং উচ্চকক্ষে ১৩টি আসনে জয় পেয়েছেন। অর্থাৎ উভয়কক্ষে অর্ধেকেরও বেশি আসনে জয় পেয়েছেন প্রেসিডেন্ট মিলেই’র দলের প্রার্থীরা।

করোনা মহামারির ধাক্কা, রেকর্ড মুদ্রাস্ফীতি, ঋণের দায় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় ডুবতে বসেছেল আর্জেন্টিনা। জাতীয় অর্থনীতির এমন দুরাবস্থায় ২০২৩ সালের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হন দেশটির রক্ষণশীল রাজনৈতিক নেতা জাভিয়ের মিলেই। নির্বাচনের পরেই সরকারি অর্থের অপচয় রোধ এবং অর্থনীতির সংস্কারের স্বার্থে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। নির্বাচনে জয়ের পর এক বক্তৃতায় তিনি বলেছিলেন, তার সরকার হবে ইলেকট্রিক করাতের (চেনই স’) এর মতো। গাছের অপ্রয়োজনীয় ডালপালা যেভাবেক ইলেকট্রিক করাত দিয়ে ছেঁটে ফেলা হয়, তার সরকারও তেমনি সরকারের যাবতীয় অপ্রয়োজনীয় অংশ ছেঁটে ফেলবে।

সেই প্রতিশ্রুতি রেখেও চলেছে তার নেতৃত্বাধীন সরকার। গত দুই বছরে আর্জেন্টিনার শিক্ষা, পেনশন, অবকাঠামো খাতের বাজেট ব্যাপকভাবে কমানো হয়েছে। বিভিন্ন পরিষেবা খাত থেকে ছাঁটাই করা হয়েছে হাজার হাজার সরকারি কর্মীকে।

তার এসব সংস্কার কর্মসূচির বিরুদ্ধে দেশজুড়ে কয়েক বার বড় আন্দোলন হয়েছে, কিন্তু তার সরকার এ ইস্যুতে অনড় অবস্থানে ছিল।

অবশ্য দেশের জনগণের একটি বড় অংশ তার সংস্কার কর্মসূচির পক্ষে ছিলেন। এই নির্বাচনের আগের নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষে ৭টি এবং নিম্নকক্ষে ৩৭টি আসনে জিতেছিল লা লিবের্তা অ্যাভেঞ্জার প্রার্থীরা।

এদিকে প্রেসিডেন্ট মিলেইয়ের বিরোধীরা সদ্য শেষ হওয়া নির্বাচনে জয়ের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যদি পার্লামেন্ট নির্বাচনে মিলেইয়ের দল জয়ী হয় তাহলে আর্জেন্টিনাকে সহায়তা হিসেবে ৪ হাজার কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র।

গতকাল ফলাফল প্রকাশের পর ট্রাম্পের স্লোগান ‘আমেরিকাকে ফের মহান করে তুলুন’ অনুসরণ করেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিলেই। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মিলেই বলেছেন,“আর্জেন্টিনার ইতিহাসকে চিরতরে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের সংস্কারের পথকে আরও দৃঢ় ও একীভূত করতে হবে…আমরা আর্জেন্টিনাকে ফের মহান করে তুলতে চাই।”

গতকাল রোববার নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই’র সমর্থক এবং তরুণ ভোটার ডিওনিসিও বিবিসিকে বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ। আমরা চাই আমাদের সন্তানরা একটি সুন্দর দেশে বেড়ে উঠুক। প্রেসিডেন্ট মিলেই এবং তার সরকার আগামী এক বছরের মধ্যে দেশকে পরিবর্তন করে দিতে পারবেন।”

অন্যদিকে তার বিরোধী তরুণী ভোটার জুলিয়ানা বলেছেন, “আমি শারিরীক ও মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের একটি স্কুলে চাকরি করি। প্রেসিডেন্ট মিলেই আসার আগ পর্যন্ত আমরা সরকারি ভর্তুকি পেতাম; কিন্তু মিলেই এসে সেই ভর্তুকি বন্ধ করে দিয়েছেন। আমাদের খুব কষ্ট করে স্কুল চালাতে হচ্ছে।”

“আমরা আগেও দরিদ্র ছিলাম; প্রেসিডেন্ট মিলেই ক্ষমতায় আসার পর আরও দরিদ্র হয়েছি।”

সূত্র : বিবিসি

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার Jan 27, 2026
img
রুপা কিনবেন, জেনে নিন আজকের বাজারদর Jan 27, 2026
img
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ Jan 27, 2026
img
ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে বন্ধ ট্রেন চলাচল Jan 27, 2026
img
দেশে আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Jan 27, 2026
img
ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও উইলিয়ানে মুগ্ধ চেলসি কোচ Jan 27, 2026
img
শেষ ওভারে ৩ ছক্কায় আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় ইতালির Jan 27, 2026
img
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস Jan 27, 2026
img
এবার এরশাদ উল্লাহর নির্বাচনি জনসভার পাশে ককটেল বিস্ফোরণ Jan 27, 2026
img
ব্রাজিলের বিক্ষোভ সমাবেশ চলাকালে হঠাৎ বজ্রপাত, আহত অন্তত ৮৯ Jan 27, 2026
img
তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণ গেল ২০ জনের Jan 27, 2026
img
আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: ধর্ম উপদেষ্টা Jan 27, 2026
img
আজ খুলনায় যাচ্ছেন জামায়াত আমির Jan 27, 2026
img
ভোট দিয়ে চলে এলে চলবে না, কেন্দ্রেই থাকতে হবে : তারেক রহমান Jan 27, 2026
img
আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান Jan 27, 2026
img
শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি Jan 27, 2026
img
গবেষণায় পাবলিক ও প্রাইভেট বৈষম্য দূর করার আহ্বান শিক্ষা উপদেষ্টার Jan 27, 2026
img
আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বুবলি Jan 27, 2026
img
সংস্কার ও বিচারের প্রশ্নে দেশে এখন দুটি পক্ষ : আখতার হোসেন Jan 27, 2026
img
রাজধানীর সায়েদাবাদে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৬ Jan 27, 2026