রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য সালেহ হাসান নকীবের আশ্বাসে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসা পাঁচ শিক্ষার্থী তাদের অনশন ভেঙেছেন। তারা টানা ২৬ ঘণ্টা ধরে অনশন রাখার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন।
আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপাচার্য তাদের আশ্বস্ত করেছেন। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, অনশন ভাঙলেও শাটডাউন চলবে।
চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী খাইরুল ইসলাম অপি বলেন, উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করেছেন। তিনি সময় চেয়েছেন এবং বলেছেন এটি একটি প্রসেসের বিষয়, এখানে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। স্যারের রিকোয়েস্টে আমরা আজ অনশন ভেঙেছি, তবে আমাদের শাটডাউন চলবে। আমরা কেউ ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করবো না।
তিনি আরও বলেন, ভিসি স্যার আগামী দুই দিন চট্টগ্রামে থাকবেন। তিনি এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা সে পর্যন্ত শাটডাউন চালিয়ে যাব। এর আগে, গতকাল রোববার (২৬ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু কোনো আশ্বাস না পাওয়ায় তারা আমরণ অনশনে বসেন। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের রাইসুল মাহমুদ আমরণ অনশনের ঘোষণা দেন।
ইউটি/টিএ