সুরারসিক বলে নামডাক আছে অজয় দেবগনের। একটা সময় নাকি আকণ্ঠ মদ্যপান করতেন অজয়। যদিও অজয় মনে করেন, মদ সকলের জন্য নয়। যাঁরা মদ উপভোগ করেন তাঁদেরই খাওয়া উচিত। একটা সময় বাড়াবাড়ি রকমের মদ্যপান করতেন অজয়। এখন প্রতি রাতে দুই পেগে নেমে এসেছেন অভিনেতা। কী ভাবে?
এমনিতে ভ়দকা-প্রেমী তিনি। যদিও এখন সিঙ্গল মল্ট হুইস্কিই খান। সম্প্রতি নিজে মদের ব্যবসা শুরু করেছেন। একটি সিঙ্গল মল্ট হুইস্কি উৎপাদক সংস্থায় বিনিয়োগ করেছেন তিনি। জানা গিয়েছে, ওই সংস্থার এক একটি হুইস্কির বোতলের দাম প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা।
ফিল্মি পরিবারের সন্তান অজয় গত তিন দশক বলিউডে রাজত্ব করছেন। অভিনয়ের পাশাপাশি তাঁর রয়েছে ভিএফএক্স এফেক্ট স্টুডিয়ো, সিনেমা চেন। এরই সঙ্গে তিনি শুরু করলেন মদের ব্যবসায় বিনিয়োগ। পাশাপাশি, তিনি স্বীকার করেছেন, এক সময় একটু বেশি মদ্যপান করতেন। তবে একটি স্পা-তে যাওয়ার পর থেকে আর ততটা মদ্যপান করেন না। অজয়ের কথায়, ‘‘এখন রাতে খাবারের সঙ্গে দুটো পেগ। এটা আমি আনন্দ করে খাই এবং শরীরটা হালকা লাগে।’’
এসএন