বাংলা নাটক ও চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি ছিলেন আবেগ ও দর্শনের এক বিস্ময়কর সমন্বয়। আবারও আলোচনায় উঠে এলো তাঁর অমর এক ভালোবাসার সংজ্ঞা। তিনি বলেছিলেন, “তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে। তা না হলে সেই ভালোবাসার কোন অর্থ নেই।”
মানবিকতা ও গভীর আবেগের যে অনন্য ব্যাখ্যা তিনি জীবনের নানা সময়ে তুলে ধরেছেন, এই উক্তি যেন তার সর্বোচ্চ রূপ। ভালোবাসাকে তিনি কখনোই ক্ষণিকের আকর্ষণ বা আবেগের মোহ হিসেবে দেখেননি বরং এক অবিচল সমর্পণ, অপরিসীম গভীরতার যাত্রা হিসেবে দেখেছেন।
ফরীদি আরও বিশ্বাস করতেন, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করে দেওয়া। তাঁর মতে, “যে ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে না, তাকে জ্বালিয়ে আলোকিত করতে পারে না সে ভালোবাসা আসলে ভালোবাসা নয়।”
হুমায়ুন ফরীদির এই বাণী আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে তরুণ প্রজন্মের মনে। অনেকেই বলছেন আজকের টাইমলাইনে এমন আবেগমাখা কথা খুঁজে পাওয়া দুষ্কর, ফরীদি তাই কখনো মরে না।
এসএস/টিএ