বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও ভারতীয় সংসদ সদস্য জয়া বচ্চন জানালেন, মা হিসেবে তাঁর জীবনে সন্তানের স্থান সর্বোচ্চ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মা হওয়া আমার জন্য সবকিছু। আমার সন্তানরা আমার জন্য এমন, যা আমার স্বামীর থেকেও বেশি প্রাধান্য পায়।”
এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞ অভিনেত্রী জানান, মাতৃত্ব তাঁর জীবনের সবচেয়ে শক্তিশালী পরিচয়, এবং সেই মানসিকতাই তাঁকে প্রতিনিয়ত চালিত করে। “তারা আমার নিশ্বাসের সমান, আমি মা হিসেবে সবসময় তাদের আগলে রাখার জন্য প্রস্তুত” মন্তব্য জয়ার।
জয়া বচ্চনের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক মা তাঁর কথাকে নারীর আবেগ ও মমতার বাস্তব প্রতিচ্ছবি বলে উল্লেখ করেছেন। বলিউড ক্যারিয়ারের উজ্জ্বল অধ্যায় পেরিয়ে আজও জয়া বচ্চনের এই দৃঢ় কণ্ঠস্বর জানান দিচ্ছে মা হওয়া তাঁর কাছে শুধুই সম্পর্ক নয়, বরং নিঃশর্ত ভালোবাসার সবচেয়ে বিশুদ্ধ রূপ।
এসএস/টিএ