সম্পর্ক নিয়ে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় বদলি হিসেবে তুলে নেওয়ায় রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা, সেই মুহূর্তে আরেকটি ঝামেলা মেটানোর খবর দিলেন ভিনিসিয়ুস। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে প্রায় ভাঙতে বসা সম্পর্ক তিনি জোড়া দিয়েছেন। এরপর ভাসছেন সতীর্থদের শুভেচ্ছা ও মজার মন্তব্যে।
চলতি মাসের শুরুতে ডে মাগালায়েস নামে ব্রাজিলের এক মডেল ভিনিসিয়ুসের সঙ্গে কিছু গোপন কথা চালাচালির স্ক্রিনশট প্রকাশ্যে আনেন। ডে মাগালায়েসের দাবি- সম্পর্কের বিষয়টি তিনি আড়ালে রাখতে চেয়েছিলেন। কিন্তু এর ভেতরই ভার্জিনিয়ার সঙ্গে একটি নাচের ভিডিও সামনে আসে ভিনির। যা দেখেই মূলত ওই মডেল নিজেদের বার্তা আদান-প্রদানের স্ক্রিনশট ফাঁস করেন বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান গণমাধ্যম ও গ্লোবো। যা নিয়ে সামাজিক মাধ্যমে রিয়াল ফরোয়ার্ডের পক্ষে-বিপক্ষে নানা আলোচনা শুরু হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ভার্জিনিয়ার সঙ্গে ভিনির ভিডিও দেখে হতাশ হয়ে পড়েন ডে মাগালায়েস। তবে বিষয়টি নিয়ে তিনি ভিনির সঙ্গে সরাসরি কিংবা ফোনে কোনো যোগাযোগ করেননি। এমনকি ভিনির সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও রেখে দেন ধোঁয়াশা। সাময়িকভাবে দূরে থাকার কথা বললেও, ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার ভার মুক্ত রেখে ব্রাজিলিয়ান মডেল বলেন, ‘এখন এটি উন্মুক্ত। কেবল সময়ই বলবে আমি চালিয়ে যাব নাকি না, যতক্ষণ না আমি তার সঙ্গে কথা বলি।’
প্রায় একই সময়ে আরেক সাক্ষাৎকারে ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকাও দাবি করেন, তার সঙ্গে এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই ভিনিসিয়ুসের। এমনকি সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসারও সম্ভাবনা নেই। কিন্তু অল্প সময়ের ব্যবধানে গতকাল (মঙ্গলবার) রাতে ভার্জিনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। যেখানে প্রেমিকার সঙ্গে তোলা কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে দুজনের নামের আদ্যক্ষর ‘ভি’ এবং এর মাঝে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
ভিনিসিয়ুসের ওই পোস্টে নানারকম মন্তব্য করছেন জাতীয় দল ও ক্লাবের সতীর্থরা। নেইমার লিখেছেন– ‘বাচ্চা ছেলেটাও প্রেমে পড়েছে।’ জাতীয় দল ও ক্লাবের সতীর্থ রদ্রিগো গোয়েসও একইভাবে বলছেন, ‘বিগ সেভেন (রিয়ালে তার জার্সি নম্বর) ভালোবাসার মুহূর্তে আছে।’ ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা স্বাগত জানিয়েছেন এভাবে, ‘আমাদের (যৌথ জীবন) দলে স্বাগতম, চিয়ার্স এবং সৃষ্টিকর্তা তোমাদের আশীর্বাদ করুন।’ রিয়ালের ফরাসি মিডফিল্ডার এদুয়োর্দো কামাভিঙ্গা খোঁচা দিয়ে লেখেন, ‘তুমিও তাহলে প্রেম করো।’
এর আগে বার্সেলোনার বিপক্ষে ২–১ গোলের জয়ের ম্যাচে ৭২ মিনিটে ভিনিসিয়ুসকে মাঠ থেকে তুলে নেন রিয়াল কোচ জাবি আলোনসো। সে সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। মাঠ ছাড়ার সময় আলোনসোর দিকে চিৎকার করে বলেন, “সব সময় আমাকেই কেন!” এরপর শোনা যায়, “আমি যাচ্ছি, দল ছেড়ে যাচ্ছি।” এএস’র প্রতিবেদন বলছে, আলোনসোর প্রতি ‘বিশ্বাসের অভাব’ থেকেই ভিনিসিয়ুস এখন রিয়াল ছাড়ার কথা ভাবছেন। আলোনসো যদি তাকে কিলিয়ান এমবাপের মতো সমান আস্থায় রাখেন, তবে ভিনিসিয়ুস থাকতে রাজি।
পিএ/এসএন