যুক্তরাষ্ট্রের সরকারে চলমান শাটডাউন তুলে নিতে টানা ১৩তম বার ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। ফলে ২৯তম দিনে গড়ালো সরকারের অচলাবস্থা।এর মধ্যেই রিপাবলিকান সিনেটরদের সঙ্গে গোপন বৈঠকে সামরিক বাহিনীর বেতন আগামী শুক্রবারের (৩১ অক্টোবর) মধ্যেই পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এদিকে নভেম্বরে চার কোটির বেশি মানুষ সরকারি খাদ্য সহায়তা হারাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিমান চলাচলও সংকটাপন্ন, বিমান পরিবহন খাতের কর্মীরা বেতন না পাওয়ায় বিকল্প চাকরি খুঁজছেন।
যুক্তরাষ্ট্রের অচলাবস্থা দিনে দিনে জটিল হয়ে উঠছে। শাটডাউন তুলে নিতে স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) আরও একবার চেষ্টা করেন মার্কিন সিনেটর। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন শাটডাউন সমস্যার সমাধানে।
১৩তম চেষ্টাতেও সরকারের কার্যক্রম খোলার বিল পাস হয়নি। প্রয়োজনীয় ৬০ ভোটের পরিবর্তে ৫৪-৪৫ ভোটে বিল ব্যর্থ হয়েছে। এদিনও একে অপরের ওপর দোষ চাপাতে ব্যস্ত ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ৪০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক করেন। তিনি জানান, দেশের এ অচলাবস্থা কাটিয়ে ওঠা অত্যন্ত জরুরি হয়ে গেছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, সামরিক বাহিনীর সদস্যরা আগামী শুক্রবার বেতন পেয়ে যাবেন।
এদিকে যুক্তরাষ্ট্রের ২৮টি রাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। কারণ স্ন্যাপ বা খাদ্য সহায়তা বন্ধ হলে প্রায় চার কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বিমান চলাচলেও প্রভাব পড়ছে। গত সোমবার প্রায় ৭ হাজার ফ্লাইট এবং রোববার ৮ হাজার ৮০০ ফ্লাইট বিলম্বিত হয়।
শাটডাউন দীর্ঘায়িত হওয়ার কারণে শত শত এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিকল্প চাকরিতে অংশ নিয়েছে। বেতন না পাওয়া এবং কর্মী সংকট বিমান নিরাপত্তার ওপর চাপ বাড়াচ্ছে। কিছু কন্ট্রোলার ফুড ডেলিভারি বা উবার ড্রাইভারের মতো চাকরি নিচ্ছেন।
এমআর