পারস্পরিক সমঝোতার মাধ্যমে চেলসি ছাড়লেন ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। এর মধ্য দিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে স্টার্লিংয়ের সাড়ে তিন বছরের অধ্যায়ের ইতি ঘটল।
চেলসির বিবৃতিতে বলা হয়েছে, ‘রাহিম স্টার্লিং পারস্পরিক সমঝোতার মাধ্যমে আজ চেলসি ছেড়েছেন। তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ এবং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানাই।’
২০২২ সালে ম্যানচেস্টার সিটি ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন স্টার্লিং। মেয়াদ ১৮ মাস বাকি থাকতেই চুক্তি শেষ করলেন তিনি। চেলসির হয়ে তিনি সবশেষ মাঠে নেমেছিলেন ২০২৪ সালের মে মাসে। এরপর গত মৌসুমে ধারে খেলেন আর্সেনালে। আর্সেনালের হয়ে ২০২৪-২৫ মৌসুমের শেষ ম্যাচের পর গত আট মাসে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি।
চেলসির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে স্টার্লিং ৮১ ম্যাচ খেলেছেন, করেছেন ১৯ গোল। তবে সময়ের সঙ্গে ক্লাবটি দীর্ঘমেয়াদি চুক্তিতে তরুণ খেলোয়াড় নেওয়ার নীতিতে এগোলে এবং কোচ এনজো মারেস্কার অধীনে জায়গা না পেয়ে তিনি দলের বাইরে চলে যান।
নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনেও নিজের অবস্থার পরিবর্তনের কোনো সম্ভাবনা না থাকায় সাম্প্রতিক আলোচনার পর সব পক্ষ বিচ্ছেদের পথেই হাঁটার সিদ্ধান্ত নেয়। চেলসি চাইছিল সাপ্তাহিক প্রায় ৩ লাখ ২৫ হাজার পাউন্ড বেতনের চাপ কমাতে, আর স্টার্লিং স্থায়ী কোনো ক্লাবে যোগ দিয়ে ক্যারিয়ারে স্থিতি ফেরাতে আগ্রহী ছিলেন।
ফ্রি এজেন্ট হিসেবে এখন সরাসরি বিভিন্ন ক্লাবের সঙ্গে আলোচনা করতে পারবেন স্টার্লিং। লন্ডনেই থাকতে তিনি আগ্রহী হলেও ইংল্যান্ডের বাইরে থেকেও প্রস্তাব বিবেচনা করবেন বলে খবর। এর আগে ওয়েস্ট হ্যাম, ফুলহাম ও ক্রিস্টাল প্যালেস তার প্রতি আগ্রহ দেখিয়েছিল।
এসএস/টিএ