শক্তিতে অনেক পিছিয়ে থাকা কারাবাখকে নিয়ে যেন ছেলেখেলা করল লিভারপুল। দারুণ পারফরম্যান্সে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাল আর্না স্লটের দল।
অ্যানফিল্ডে বুধবার রাতে ৬-০ গোলে জিতে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠল লিভারপুল। জোড়া গোল করেন আলেক্সিস মাক আলিস্তের। একবার করে জালের দেখা পান মোহামেদ সালাহ, ফ্লোহিয়ান ভিয়েৎস, উগো একিটিকে ও ফেদেরিকো চিয়েসা।
আসরে টানা তৃতীয় জয়ে প্লে-অফ এড়াল লিভারপুল। ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ ষোলোয় উঠল স্লটের দল। প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্তে বন্দি লিভারপুল ইউরোপ সেরার মঞ্চে মাঠে নেমেই যেন নিজেদের ফিরে পেল। শুরুর দিকে ছয় মিনিটে দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
প্রথমার্ধে বল দখলে একটু পিছিয়ে থাকলেও, আক্রমণে পুরো ম্যাচেই একচেটিয়া আধিপত্য করে দলটি। পঞ্চদশ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। ভার্জিল ফন ডাইকের কর্নারে হেডে গোলটি করেন মাক আলিস্তের।
২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েৎস। একিটিকের পাস ধরে একটু এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে গোলটি করেন জার্মান মিডফিল্ডার। লিভারপুলের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে এটাই তার প্রথম গোল।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে সালাহর দারুণ গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ইংলিশ চ্যাম্পিয়নদের। ডি-বক্সের বাইরে থেকে ফ্রি কিকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান মিশরের ফরোয়ার্ড।প্রায় তিন মাসের মধ্যে প্রথম গোলের দেখা পেলেন সালাহ। আগের গোলটি করেছিলেন গত ১ নভেম্বরে, অ্যাস্টন ভিলার বিপক্ষে।
কিছুক্ষণ পর চার মিনিটের মধ্যে আরও দুবার জালে বল পাঠায় লিভারপুল। ৫৭তম মিনিটে ফন ডাইকের উঁচু করে বাড়ানো থ্রু বল মাঝমাঠে পেয়ে, অনেকটা এগিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে শটে ব্যবধান আরও বাড়ান একিটিকে। আর খুব কাছ থেকে স্কোরলাইন ৫-০ করেন মাক আলিস্তের।
কোডি হাকপোর বদলি নামা চিয়েসা নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান আরও বাড়ান।
এসএস/টিএ