ওয়ানডে ক্যারিয়ারে আজকের আগেও সেঞ্চুরি করেছেন ফিবি লিচফিল্ড। তবে আজকেরটি বিশেষ। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি যে বিশ্বকাপে প্রথম। সেটিও আবার রেকর্ড গড়ে। ভারতের বিপক্ষে তিন অঙ্ক স্পর্শ করে দুটি রেকর্ড গড়েছেন লিচফিল্ড। নকআউট ম্যাচে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির সঙ্গে দ্রুততম শতকের রেকর্ডও গড়েছেন তিনি। ২৪তম ওভারে শ্রী চরণীর করা প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে যখন কাঁটায় কাঁটায় ১০০ করলেন তখন তার বয়স দাঁড়ায় ২২ বছর ১৯৫ দিন।
আগের রেকর্ডটি ছিল ভারতের মিতালি রাজের। ২০০৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ বছর ৩২ দিনে করেছিলেন সাবেক অধিনায়ক। আজ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে তাকে সাক্ষী রেখেই রেকর্ডটি নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার লিচফিল্ড।
অন্যদিকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভারতের বর্তমান অধিনায়ককে পেছনে ফেলেছেন লিচফিল্ড। ২০১৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০ বলে সেঞ্চুরি করেছিলেন হারমানপ্রীত কৌর। আজ তার সেই রেকর্ড ৭৭ বলে নিজের করে নিয়েছেন লিচফিল্ড।
রেকর্ড গড়ার পর ৯৩ বলে ১১৯ রানে থেমেছেন লিচফিল্ড। তার ১৭ চার ও ৩ ছক্কার সৌজন্যে সেমিফাইনালে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে ভারত।
এসএস/টিএ