বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। দ্রুত নির্বাচনের তারিখ ষোষণা করুন।
শনিবার (১ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার একডালায় তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজন এক সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দীর্ঘ দিন আপনাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেননি।
মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি। দিনের ভোট আগের দিন রাতে হয়ে গেছে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। সামনে ফেব্রুয়ারির নির্বাচনকে পেছানোর জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবেন। শুধু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে না, আমাকে নিয়েও নানা ষড়যন্ত্র চলছে। আমাদের নিজেদের মধ্যের বিরোধ হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। আমাদের বিরোধ মিটিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হন।
তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির নেতা শহীদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, বিএনপির নেতা আবুল ব্যাপারী, দুলুর বড় মেয়ে ব্যারিস্টার তাসনুবা তাবাচ্ছুম রাত্রী ও ছোট মেয়ে সোভা জেরিন রোদেলাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরপি/টিএ