ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান : আরাগচি

যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের মুখে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান। সেই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রের সঙ্গে আলোচনা করার ইচ্ছে কিংবা পরিকল্পনা তেহরানের নেই।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেখানে তিনি নিশ্চিত করেছেন এসব তথ্য।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমরা (যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রের সঙ্গে) আমাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে কখনও আলোচনা করব না। আমাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিও বন্ধ হবে না। যুদ্ধ করে তারা যা অর্জন করতে পারেনি, রাজনীতির মধ্যে দিয়েও তা তারা পাবে না। ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংলাপের কোনো ইচ্ছে আমাদের নেই। তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।”

কোন ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি হতে পারে- এমন প্রশ্নের উত্তরে আরাগচি বলেন, “আমাদের পরমাণু প্রকল্প নিয়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তা দূর করা প্রয়োজন। আমরা এই নিশ্চয়তা দিতে চাই যে আমাদের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ। হয়তো এর মধ্যেই একটি সমঝোতা চুক্তি আমরা করে ফেলতে পারতাম, কিন্তু ওয়াশিংটন আমাদের সামনে যেসব শর্ত রেখেছে— সেগুলো এককথায় অগ্রহণযোগ্য এবং অসম্ভব।”

“আরেকটি ব্যাপার আমরা পরিষ্কার করতে চাই যে আমরা সবক্ষেত্রে এখন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। ইসরায়েল যদি ফের হামলা করে, তাহলে আরও একবার পরাজিত হবে। আমরা পূর্ববর্তী সংঘাতগুলো থেকে শিক্ষা নিয়েছি এবং ইসরায়েল যদি কোনো প্রকার আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তার ফলাফল হবে ভয়াবহ।”

প্রসঙ্গত, গত ৬ জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি এজেন্সি (আইএইএ)-এর প্রধান রাফায়েল গ্রসির দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৬০ শতাংশ সমৃদ্ধ বা বিশুদ্ধ ইউরেনিয়াম আছে ৪০০ কেজি। এই এই শুদ্ধতার পরিমাণ ৯০ শতাংশে উন্নীত করা যায়, তাহলে অনায়াসেই এই ইউরেনিয়াম দিয়ে বেশ কয়েকটি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব।

গত ১০ জুন এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছিলেন রাফায়েল, এই সাক্ষাৎকার প্রচারের দ্বিতীয়দিন অর্থাৎ ১২ জুন দিবাগত রাতে ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট স্থাপনা, পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।

১২ দিন ধরে সংঘাত চলার পর ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। কিন্তু সংঘাতে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেই ইউরেনিয়ামের কোনো ক্ষতি হয়নি। জাতিসংঘ জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম অক্ষত আছে।

পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের অনড় অবস্থানের কারণে গতমাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোর জোট ইইউ। তবে এতে ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারে মধ্যে কোনো বিচলিত মনোভাব এখনও দৃশ্যমান হয়নি।

কেএন/টিকে




Share this news on:

সর্বশেষ

img
ঠিক সময়ে নির্বাচন আয়োজন নিয়ে সন্দেহ তারেক রহমানের Nov 02, 2025
img
জলাবদ্ধতা নিরসনে এক বছরে অগ্রগতি ৫০ শতাংশ : চসিক মেয়র Nov 02, 2025
img
সুশাসন চাইলে যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মাসুদ সাঈদী Nov 02, 2025
img
শাহরুখের সাম্রাজ্য সামলানোর জন্য কত কোটি পারিশ্রমিক পান পূজা? Nov 02, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত Nov 02, 2025
img
প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের Nov 02, 2025
img
মেয়ের জন্মদিনে কাঞ্চন মল্লিকের আবেগঘন বার্তা Nov 02, 2025
img
জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, স্থানীয়দের ধাওয়া Nov 02, 2025
img
৫২ বছর বয়সেও কোটি ভক্তের হৃদয়ে ঐশ্বরিয়া Nov 02, 2025
img
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা Nov 02, 2025
img
মান্নতে আসছেন না শাহরুখ, হতাশ হাজারো ভক্ত Nov 02, 2025
img
ডা. শফিকুর রহমানকে মোবারকবাদ ও শুভেচ্ছা চরমোনাই পীরের Nov 02, 2025
img
খাবারের খোঁজে দুই দিন ধরে রাস্তায় ঘুরছিলেন শাহরুখ! Nov 02, 2025
img
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ : তুলসী গ্যাবার্ড Nov 02, 2025
img
এল ক্লাসিকোয় এমবাপ্পের পেনাল্টি মিস দেখে প্রাণ গেল রিয়াল সমর্থকের Nov 02, 2025
ডিফেন্স ইকোনমিক জোন গঠনের সিদ্ধান্ত বাংলাদেশের Nov 02, 2025
img
সিদ্ধান্তে ভুল নেই, আছে অভিজ্ঞতা : পায়েল সরকার Nov 02, 2025
img
বিপিএলে থাকছে না নোয়াখালী সহ দুই ফ্র্যাঞ্চাইজি Nov 02, 2025
img
পরিকল্পিতভাবে বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না : মির্জা ফখরুল Nov 02, 2025
img

শাকসু নির্বাচন

তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করেছেন বিএনপিপন্থি ৪ শিক্ষক Nov 02, 2025