সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঘটে যাওয়া এক হৃদয়ছোঁয়া মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একজন কেবিন ক্রু ধীরে ধীরে এক বৃদ্ধ যাত্রীকে চামচ দিয়ে খাওয়াচ্ছেন, যাতে বয়স্ক ব্যক্তিটির যাত্রা স্বস্তিদায়ক হয়।
সৌদিয়া এভিয়েশনের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘এটি এমন এক দৃশ্য যা প্রকৃত সৌদি মূল্যবোধের প্রতিফলন ঘটায়। ফ্লাইট অ্যাটেনডেন্ট পুরো যাত্রাজুড়ে বয়স্ক যাত্রীকে যত্নসহকারে খাবার খাইয়েছেন, যা সৌদি আতিথেয়তার অনন্য উদাহরণ।’
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ফ্লাইট অ্যাটেনডেন্টের ধৈর্য, সহমর্মিতা ও প্রবীণ যাত্রীর প্রতি শ্রদ্ধাবোধের প্রশংসা করেন।
ব্যবহারকারীরা কেবিন ক্রুর ধৈর্যশীল ও যত্নশীল আচরণকে প্রশংসা করেছেন এবং তার মানবিকতার প্রশংসা জানিয়েছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সৌদি গ্রুপকে ধন্যবাদ, সবসময় এমন দক্ষ ও মানবিক কর্মী নিয়োগ দেয়ার জন্য।’
স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি পার্কিনসনের সমস্যায় ভুগছেন; তাই তার হাত দিয়ে কিছু ধরে নিয়ন্ত্রণ রাখা কঠিন। তৃতীয় একজন ব্যবহারকারী যোগ করেছেন, ‘আল্লাহ তাকে সুস্থ করে দিন।’
এমকে/এসএন