ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া ওরফে মোনামি ছবি বিকৃত করায় সাইবার সুরক্ষা আইনে শাহবাগ থানায় মামলা করেছেন। আজ সকালে এই মামলাটি করেন তিনি। ডাকসুর সদস্যরা এ সময় ওই শিক্ষিকার সঙ্গে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া। মূলত, শিক্ষিকা মোনামির একটি সম্পাদন করা ছবি পোস্ট করায় এই মামলা করেছেন তিনি।
এ বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা মনে করেন, মেয়েদের শেহরীন আমিন ভুইয়া ওরফে মোনামির মতো সাহসী হওয়া উচিত। তিনি বলেন, প্রতিটি মেয়ের মোনামি ম্যামের মতো সাহসী হওয়া উচিত। সাইবার বুলিং, সেক্সুয়াল হ্যারেসমেন্টের বিরুদ্ধে এমন বোল্ড স্টেপ নেওয়া উচিত।
এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করায় এই মামলায় ১ নম্বর বিবাদী (আসামি) সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার, ২ নম্বর বিবাদী লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ৩ নম্বর বিবাদী ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং ৪ নম্বর বিবাদী আশফাক হোসাইন ইভান। এজাহারে আসামিদের ফেসবুক আইডি ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।
এসএস/টিএ