বরগুনায় সড়কে দুর্ঘটনারোধে হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে প্রায় শতাধিক মোটরসাইকেল চলককে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে। জাতীয় সড়ক দিবস উপলক্ষে বরগুনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং বিআরটিএ এর উদ্যোগে মোটরসাইকেল চলাকদের এ হেলমেট বিতরণ করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের পৌর বাস টার্মিনাল-সংলগ্ন সড়কে চলাচল করা চালকদের এসব হেলমেট বিতরণ করা হয়।
সড়ক বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় সড়ক দিবস উপলক্ষে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানকে বাস্তবায়ন করতে সড়কে চলাচল করা বিভিন্ন মোটরসাইকেল চলাকদের হেলমেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়। পরে বরগুনা পৌর বাস টার্মিনাল-সংলগ্ন সড়কে চলাচল করা হেলমেট ছাড়া চালাকদের থামিয়ে ড্রাইভিং লাইসেন্সধারীদের বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। এ ছাড়া, হেলমেট বিতরণের সময় প্রত্যেক চালককে হেলমেট পড়ে মোটরসাইকেল চালাতে সচেতন করা হয়।
বিনামূল্যে হেলমেট পেয়ে মোটরসাইকেল চলাক, রিয়াজ বলেন, বাস টার্মিনালের সামনে থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। আমার মাথায় হেলমেট না থাকায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে আমাকে একটি হেলমেট দিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী এখন থেকে নিয়মিত হেলমেট পড়েই মোটরসাইকেল চালাবো।
মইনুল আহাদ নামে আরেক মোটরসাইকেল চালক বলেন, একটি ভালো মানসম্মত হেলমেটের দাম প্রায় তিন থেকে চার হাজার টাকা। এ কারণে বেশিরভাগ সময় কম দামের হেলমেট কিনলেও বেশিদিন ব্যবহার করা যায় না। অনেক সময় হাতে টাকা না থাকায় ভালো হেলমেট কিনতে না পেরে হেলমেট ছাড়াই ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালাতে হয়। তবে এখন বিনামূল্যে একটি মানসম্মত হেলমেট পেয়েছি।
বিনামূল্যে মোটরসাইকেল চলাকদের হেলমেট বিতরণের বিষয়ে বরগুনা বিআরটিএ এর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হাবিবুর রহমান বলেন, সড়ক ও মহাসড়কে বিভিন্ন গাড়ির বেপরোয়া গতিসহ বিভিন্ন কারণে প্রায়সময়ই দুর্ঘটনা ঘটে। এ সব দুর্ঘটনায় বেশিরভাগ সময় মানসম্মত হেলমেট না পড়ায় মোটরসাইকেল চালকসহ আরোহীদের মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ কারণেই জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বরগুনায় মোটরসাইকেল চলাকদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তার লক্ষ্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট ব্যবহার না করায় সড়কে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। মোটরসাইকেল চলাকদের সচেতন করতে এবং হেলমেট ব্যবহারে উৎসাহ যোগাতে সড়কে চলাচল করা চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে বিনামূল্যে হেলমেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
টিজে/এসএন