একটি দলকে বিশেষ সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, রায় দেয়ার পর রায় পরিবর্তন করে দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।
তিনি আরও অভিযোগ করেন, আদালতে ঘোষিত সংক্ষিপ্ত রায়ে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে পারে বলে উল্লেখ করা হলেও, অবসরে যাওয়ার পর পূর্ণাঙ্গ রায়ে ইচ্ছাকৃতভাবে সেই বিষয়টি বাদ দেয়া হয়েছিল।
দেশের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতেই এমন রায় দেয়া হয়েছিল।
তিনি আরও বলেন, যে রায় আপিল বিভাগ দেবেন, সেই রায় আগামী প্রজন্ম ও দেশের গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি ভোট করব, পদত্যাগ করে গিয়ে নির্বাচন করব।’
অ্যাটর্নি জেনারেল জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন চেয়েছেন এবং মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। সময় উপযুক্ত হলে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে তিনি নির্বাচনে অংশ নেবেন।
টিএম/টিএ