বলিউডের জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহকে ঘিরে দীর্ঘ সময় ধরেই গুঞ্জন চলছিল। বিশেষ করে বিবাহবিচ্ছেদের গুঞ্জনগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ওপ্রাহ উইনফ্রের সঙ্গে কথোপকথনে ঐশ্বরিয়া রাই সব কল্পনার অবসান ঘটালেন। ওপ্রাহ প্রশ্ন করেন, “এত বড় আয়োজিত বিয়ের পরে কি বিবাহবিচ্ছেদ সহজ?” জবাবে ঐশ্বরিয়া বলেন, “আমরা এমন কোনো চিন্তা entertained করি না।” এই বক্তব্য কেবল গুঞ্জনই বন্ধ করেনি, বরং বিবাহের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও সংযমকেও ফুটিয়ে তোলে।
সাক্ষাৎকারে জুটি আরও ব্যক্ত করেন পশ্চিমা দর্শকদের মধ্যে প্রচলিত ভারতীয় পারিবারিক জীবনধারার রহস্য। অভিষেক বচ্চন হাসি মুখে প্রশ্নের জবাবে বলেন, “আপনি কি আপনার পিতামাতার সঙ্গে থাকেন?” ওপ্রাহ জবাব দেন, না। এরপর অভিষেক চমকপ্রদভাবে বলেন, “এটা কেমন হয়?” ঐশ্বরিয়া যোগ করেন, “ভারতে এটা স্বাভাবিক, আমাদের পিতামাতার সঙ্গে ডিনারের জন্য কোন অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই।”
এই সাক্ষাৎকারে ঐশ্বরিয়া আবারও প্রমাণ করলেন কেন তিনি ভারতের অন্যতম সংযমী এবং বিনয়ী জনমুখী অভিনেত্রী। ব্যক্তিত্বের সমন্বয়, তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রগাঢ় স্নেহের মাধ্যমে তিনি দর্শকদের সামনে এক সুদৃঢ় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কেএন/টিএ