২০২৪ সালের অন্যতম অপ্রত্যাশিত হিট সিনেমা মুঞ্জ্যা আসলে যে রূপে দর্শকদের সামনে এসেছে, সেটি ছিল গল্পের দ্বিতীয় সংস্করণ। পরিচালক আদিত্য সারপোতদার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছবিটির প্রাথমিক পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন- একটি গভীর আবেগময় সমকামী প্রেমের গল্প।
পরিচালক জানান, ছবির মূল চরিত্র বিট্টু প্রথমে এক তরুণী হিসেবে লেখা হয়েছিল, যে নিজের ঘনিষ্ঠ বান্ধবীর প্রেমে পড়ে। “সে একজন সমকামী মেয়ে, যাকে কেউ বোঝে না- শুধু রাজ্জি বোঝে,” বলেন সারপোতদার। ঠিক তখনই গল্পে প্রবেশ করে ভূত চরিত্র মুঞ্জ্যা, যে তাদের প্রেমে এক ভয়াল সংঘাত সৃষ্টি করে।
প্রথম সংস্করণে শ্রদ্ধা কাপুরকে প্রধান চরিত্রে ভাবা হয়েছিল। তবে পরবর্তীতে গল্পের দিক পরিবর্তন করে নির্মাতারা অ্যাভে ভার্মা ও শরভারীকে নিয়ে হরর-কমেডি ঘরানার চিত্রনাট্য তৈরি করেন। ফলাফল হিসেবে মুঞ্জ্যা হয়ে ওঠে বছরের বড় সারপ্রাইজ হিট।
তবে পরিচালক আদিত্যর প্রকাশিত তথ্যটি এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে। ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের (MHCU) ভক্তরা ভাবছেন—যদি সেই প্রাথমিক কাহিনি পর্দায় আসত, তবে এটি হতো এক সাহসী ও আবেগপূর্ণ কুইয়ার প্রেমের গল্প, যা বলিউডে এক নতুন দিগন্ত খুলে দিতে পারত।
বর্তমানে সারপোতদার কাজ করছেন থাম্মা নামের আরেকটি প্রজেক্টে, যা ইতিমধ্যেই আলোচনায়। অনেকেই এখন আশা করছেন, হয়তো একদিন দর্শক দেখতে পাবেন মুঞ্জ্যা–র সেই আসল সংস্করণ, যেখানে ভয়ের পাশাপাশি ভালোবাসার ভিন্ন রূপও জায়গা পাবে।
কেএন/টিএ