ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মণি রত্নম আবারও হাত মেলাচ্ছেন তামিল সিনেমার শক্তিশালী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে। চেক্কা চিভন্থা ভানম বা হিন্দিতে পরিচিত নওয়াব–এর পর এটাই তাদের দ্বিতীয় যৌথ প্রজেক্ট। ফলে দক্ষিণী সিনেমাপ্রেমীদের মধ্যে এখন তীব্র উচ্ছ্বাস এই পুনর্মিলনকে ঘিরে।
জানা গেছে, ছবির মূল গল্পটি প্রথমে শোনানো হয়েছিল সিলামবারাসান (সিম্বু)-কে। কিন্তু শেষ পর্যন্ত মণি রত্নম মনে করেছেন, চরিত্রটির জন্য বিজয় সেতুপতিই উপযুক্ত। অভিনেতাও নিজের ব্যস্ত সূচি বদলে দিয়েছেন এই ছবির জন্য। নায়িকা হিসেবে রুক্মিণী বসন্তের সঙ্গে শেষ পর্যায়ের আলোচনা চলছে।
মণি রত্নমের সাম্প্রতিক পোন্নিইন সেলভান সিরিজ ছিল বিশাল বাজেটের ঐতিহাসিক কাহিনি। তবে নতুন ছবিটি হবে মাঝারি বাজেটের, সম্পূর্ণ ভিন্ন ঘরানার যেখানে মূল গুরুত্ব থাকবে গল্প ও চরিত্র নির্মাণে, নয় চমকপ্রদ দৃশ্যাবলীতে।
থাগ লাইফ এর পর এই প্রজেক্টকে মণি রত্নমের সৃজনশীল পুনর্জাগরণ হিসেবেই দেখা হচ্ছে। বাস্তবতা ও গভীর মানবিক আবেগের মিশেলে তিনি ফিরছেন তাঁর পুরনো গল্পনির্ভর সিনেমার ধারায়।
ছবির প্রি-প্রোডাকশন ইতিমধ্যেই শুরু হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে কাস্ট ও ক্রুদের নাম। মণি রত্নমের শিল্পীসুলভ দৃষ্টিভঙ্গি আর বিজয় সেতুপতির বহুমাত্রিক অভিনয় মিলিয়ে এই নতুন প্রজেক্ট হয়ে উঠতে পারে বছরের সবচেয়ে প্রতীক্ষিত আবেগময় সিনেমাগুলোর একটি।
এমকে/এসএন