ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহ। কোহলিকে তিনি ‘সব সময়ের সেরা ওয়ান্ডে খেলোয়াড়’ এবং ‘এক প্রজন্মে একবার জন্ম নেওয়া ক্রিকেটার’ ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন।
কোহলি ৫০ ওভার ফরম্যাটের কিংবদন্তি। তিনি ওডিআই ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
৩০৫টি ওডিআইতে ৩৭ বছর বয়সী কোহলি ১৪,২৫৫ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে রেকর্ড ৫১টি শতক, যা শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ শতকের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, ওয়াহ কোহলির প্রশংসা করে বলেন, কোহলির ধারাবাহিকতা এবং রান সংগ্রহের ক্ষুধা বিশ্ব ক্রিকেটে নতুন মান স্থাপন করেছে।
ওয়াহ বলেছেন, 'বিরাট কোহলি এবং রোহিত শর্মা হলেন দুইজন সেরা খেলোয়াড়। বিরাট সম্ভবত সব সময়ের সেরা ওয়ানডে খেলোয়াড়। সবাই চাই তাদের খেলা দেখার, তবে তারা সব ম্যাচ খেলতে পারে না।'
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওডিআইতে কোহলি অপরাজেয় ৭৪ রানের ইনিংস খেলেন, আর রোহিত অপরাজেয় ১২১ রান করে ভারতকে ৯ উইকেটে জিতিয়েছেন। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের কারণে ভারত সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়েছে।
বিরাট এবং রোহিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
তবে ওয়াহর মতে, ভারতের নতুন টি-টোয়েন্টি দল অত্যন্ত প্রতিভাবান এবং তারকা খেলোয়াড়ে ভরা।
টিএম/এসএন