চট্টগ্রাম বিমানবন্দরে এক কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি স্বর্ণের বারসহ এক বিমান যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ দুই কেজি ৩৪০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

রোববার সকাল পৌনে নয়টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ওই যাত্রীকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম অহিদুল আলম (৩০)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্থায়ী বাসিন্দা, থাকেন দুবাইয়ে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে অহিদুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন। এটি ছিল কানেকটিং ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে দোতলার বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় ওই যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, অহিদুল আলমের জ্যাকেটের ভেতর কৌশলে ২০টি সোনার বার লুকানো ছিল। তার দেহ তল্লাশি চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: