জনপ্রিয় দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা আবারও আলোচনার কেন্দ্রে। অভিনেতা জগপতি বাবুর উপস্থাপনায় ‘জয়াম্মু নিষ্চয়াম্মু রা’ শোতে তাঁর এক খোলামেলা মন্তব্য এখন ভাইরাল ঝড় তুলেছে অনলাইনে। প্রমো ভিডিওতে রাশমিকাকে বলতে শোনা যায়, “পুরুষদেরও জীবনে অন্তত একবার ঋতুস্রাব হওয়া উচিত, যাতে তারা বুঝতে পারে সেই যন্ত্রণা।”
এই বক্তব্য প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ রাশমিকার সাহসী মন্তব্যের প্রশংসা করে বলেছেন, তিনি নারীদের শারীরিক ও মানসিক সংগ্রামের বাস্তবতাকে সামনে এনেছেন। আবার অনেকেই সমালোচনায় সরব, বলছেন এমন মন্তব্য “উসকানিমূলক” এবং “অবাস্তব”।
তবে রাশমিকা যে সমাজ ও বিনোদনজগতের প্রচলিত নিয়ম নিয়ে খোলাখুলি কথা বলতে ভালোবাসেন, তা নতুন নয়। অতীতেও বিভিন্ন ইস্যুতে তাঁর খোলামেলা মতামত তাকে আলোচনার শীর্ষে তুলেছে।
এই বিতর্কের মধ্যেই মুক্তির অপেক্ষায় তাঁর নতুন চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’। রাহুল রাভীন্দ্রন পরিচালিত এই ছবিতে রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন দীক্ষিত শেঠি ও অনু ইমানুয়েল। আগামীকালই ছবিটি ও পুরো সাক্ষাৎকার একসঙ্গে মুক্তি পাচ্ছে জি ফাইভ প্ল্যাটফর্মে।
সব মিলিয়ে রাশমিকা মান্দানা আবারও প্রমাণ করলেন—তিনি শুধু পর্দার নায়িকা নন, বরং এমন এক কণ্ঠ, যিনি সাহসের সঙ্গে সমাজের কঠিন প্রশ্ন তুলতে জানেন।
এসএন