ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ শনিবার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পাশ্ববর্তী এলাকার আবহাওয়ার বার্তায় জানানো হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৮-১২ কিঃ মিঃ বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানানো হয়েছে।
এছাড়া, দিনের তাপমাত্রা কমাবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।