বলিউড পরিচালক করণ জোহর অবশেষে মুখ খুললেন কেন ভারতের ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি কখনো তাঁর টক শো ‘কফি উইথ করণ’-এ দেখা যায়নি। সম্প্রতি সানিয়া মির্জার পডকাস্ট ‘সার্ভিং ইট আপ’-এ করণ জানিয়েছেন, বিষয়টি মূলত হার্দিক পাণ্ড্যা ও কেএল রাহুলের একটি বিতর্কিত পর্বের সঙ্গে জড়িত।
করন বলেন, “আমি কখনো বিরাটকে আমন্ত্রণ জানাইনি। আর এখন, হার্দিক ও রাহুলের ঘটনায় যা ঘটেছিল, তার পর আমি আর কোনো ক্রিকেটারকে শো-তে আমন্ত্রণ দিই না।” ওই পর্বে দুই ক্রিকেটারের অবমাননাকর মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনা ও বিসিসিআই-এর শাস্তি হয়, যা শোর পরিচিতি ও খ্যাতি প্রভাবিত করেছে।
অভিনেত্রী অনুষ্কা শর্মা নিয়মিত শো-তে উপস্থিত থাকলেও করণ এ বিষয়ে সতর্ক। তিনি বলেছেন, বিরাটকে কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রাখার চাইতেও এড়ানো হয়েছে, যা ক্রিকেটারের মর্যাদা ও অতীত বিতর্কের সংবেদনশীলতার প্রতি সম্মান প্রদর্শন করে।
করনের এই মন্তব্য প্রকাশ করছে, কফি উইথ করণের অতিথি তালিকার ধারা এক বিশেষ পর্বের পর একেবারেই বদলে গেছে। এক ঝটকায় শো-এর অতিথি নির্বাচনে নতুন দিকনির্দেশনা এসেছে, যা দর্শকদের কৌতূহল এবং শো-এর ভাবমূর্তিকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করেছে।
এমকে/এসএন