ইয়ামি গৌতম ধর্ম আবারও প্রমাণ করলেন যে অভিনয়ের শক্তি শুধু সংলাপে নয়, নীরবতাতেও লুকিয়ে থাকে।
সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা হক-এ শাহ বানো কাহিনি অবলম্বনে নির্মিত চরিত্র শাজিয়া বানুর ভূমিকায় তিনি যেন এক নতুন উচ্চতায় পৌঁছেছেন। সমালোচক ও দর্শকরা বলছেন, এটি ইয়ামির ক্যারিয়ারের সেরা অভিনয় যেন তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া কাজ।
মুম্বাই প্রিমিয়ারে সিনেমা দেখার পর সবাই মুগ্ধ হয়ে বলছেন, আগামী জাতীয় পুরস্কারের মঞ্চে হয়তো দেখা যাবে ইয়ামি গৌতমকেই। এমনকি অনুষ্ঠানে উপস্থিত আলোকচিত্রীদের মুখেও শোনা গেছে, “আগামী বছর জাতীয় পুরস্কারে দেখা হবে”- এই সংলাপই এখন ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় ইয়ামির প্রশংসার ঝড় উঠেছে। কেউ তুলনা করেছেন শাবানা আজমির সঙ্গে, কেউ বলেছেন এটি তাঁর অভিনয় জীবনের সবচেয়ে গভীর ও নিখুঁত চরিত্রায়ন। পরিচালক সুপারন এস ভার্মা নির্মিত এই আদালতকেন্দ্রিক নাটকীয় সিনেমায় ইয়ামির সঙ্গে অভিনয় করেছেন ইমরান হাশমি।
চলচ্চিত্রটির সবচেয়ে আলোচিত অংশ ইয়ামির শেষ দৃশ্যের মনোলগ, যা ইতিমধ্যে বছরের সেরা দৃশ্য হিসেবে প্রশংসিত হচ্ছে ভারতীয় চলচ্চিত্রে। শান্ত, সংযত অথচ গভীর অনুভূতির বহিঃপ্রকাশে তিনি যেন পুরো গল্পটিকে এক অন্য মাত্রা দিয়েছেন।
হক শুধু একটি চরিত্র নয়, এটি ইয়ামির অভিনয়জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ছবির মাধ্যমে তিনি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছেন, আর দর্শক-সমালোচকদের মতে, জাতীয় পুরস্কারের দৌড়ে এখন তিনিই সবচেয়ে এগিয়ে।
টিএম/এসএন