সংগীতশিল্পী অনুভ জৈন শুধু ভারতেই নয়, বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। অনুভ জৈনের গান মানেই তরুণ প্রজন্মের কাছে এক ধরণের উন্মাদনা, উচ্ছ্বাস ও আবেগের জায়গা। আর এবার ভক্তদের জন্য রয়েছে সুখবর।
দ্বিতীয়বারের মত বাংলাদেশে পারফর্ম করতে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈন। আগামী ১২ ডিসেম্বরে এক কনসার্টে গাইবেন তিনি।
প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা আরিফা শবনম বলেন, ১০০ ফিটের কোর্টসাইড মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে কনসার্ট। কনসার্টটি আয়োজন করছে হাইপ নেশন। টিকেটিং পার্টনার হিসেবে রয়েছে ‘টিকেট টুমরো’।
অনুভ জৈন ২০২৩ সালে প্রথমবার বাংলাদেশে পারফর্ম করেছিলেন ‘লেটস ভাইভ ঢাকা কনসার্টে’। ভিন্ন ধারার গান দিয়েই সংগীতপ্রেমীদের কাছে এক বিশেষ জায়গা পেয়েছেন এই গায়ক। ১০ বছর আগে ২০১২ সালে নিজের লেখা গান ‘মেরি বাতমে তু’ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে।
তিনি পেশাদার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘বারিশেইন’ গানের মাধ্যমে। এই শিল্পীর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’, ‘তুম মেরি হো’, ‘হুসন’। দুই মাস আগে কোক স্টুডিও ভারতের জন্য গাওয়া এই শিল্পীর ‘আরজ কিয়া হ্যায় কি’ গানটিও সংগীতপ্রেমীদের মন কাড়ে।
অনুভ প্রতিটি গানেই এক ধরণের ভিন্নতা নিয়ে আসে যা তরুণ প্রজন্মের আশা, ব্যর্থতা, নতুন প্রেম, ব্যর্থতা, আকাঙ্খার অব্যক্ত শব্দ স্বচ্ছ। তার গানের প্রতিটি ছন্দে, শব্দে যেনো নিজেদের প্রতিচ্ছবি দেখতে পায় সংগীতপ্রেমীরা।
টিএম/এসএন