বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার নাম আবারও আলোচনায় এসেছে সালমান খানের ‘এশিয়ান ট্যুর’-এর সম্প্রতি প্রকাশিত পোস্টারের কারণে। অভিনেত্রীর মূলত সফরসঙ্গী হওয়ার কথা থাকলেও হঠাৎ তার জায়গায় পোস্টারে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। এই পরিবর্তনই নেটাগরিকদের মধ্যে জল্পনা উসকে দিয়েছে, বিশেষ করে সোনাক্ষীকে নিয়ে গর্ভধারণ সংক্রান্ত খবর ছড়াতে শুরু করেছে।

অনুরাগীদের মতে, সম্প্রতি সোনাক্ষী একটি পডকাস্ট অনুষ্ঠানে বারবার বালিশের উপর হেলান দিচ্ছিলেন এবং সাধারণের চেয়ে বড় সাইজের পোশাক পরতেন, যা গোপনীয়তা বজায় রাখার ইঙ্গিত দিতে পারে। তবে এই বিষয়ে সোনাক্ষী বা তাঁর স্বামী জাহির এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
এর আগেও সোনাক্ষী ও জাহিরের বিবাহের পর বহুবার গর্ভধারণ সংক্রান্ত গুজব ছড়িয়েছে। ২০২৪ সালের জুনে বিবাহের মাত্র কয়েক মাসের মাথাতেই এই ধরনের খবর সামনে আসে। তবে প্রতিবারই অভিনেত্রী হাস্যরসাত্মকভাবে গুজব উড়িয়ে দিয়েছেন এবং জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা নন, বরং সাময়িকভাবে মোটা হয়ে গিয়েছিলেন।
বলিউডে দীর্ঘদিনের ক্যারিয়ারের এই অভিনেত্রী এখনো নেটাগরিকদের নজর কাড়ছেন এবং তারেকনির্ভর জল্পনা-সংবাদ এই প্রসঙ্গে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আরপি/এসএন