বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিনজনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারণ ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন ও অন্যান্য অভিযোগে বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০, মাদক মামলায় পাঁচ এবং অন্যান্য মামলায় আটজন রয়েছেন।
বিশেষ অভিযানে গ্রেপ্তার তিনজন হলেন- মো. অহিদুল ইসলাম (৪৪), মো. মুক্তার হোসেন (৪২) ও মো. আলমগীর (৩২)। গ্রেপ্তার অহিদুল ইসলাম রাজশাহীর বাগমারা থানার তাহির একডালা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে ও বাগমারা উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। মুক্তার হোসেন রাজশাহী জেলার চারঘাট থানার মল্লিক মাড়িয়া এলাকার মৃত ওমর আলীর ছেলে এবং জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক। আর আলমগীর রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবান তুনপাড়া পদ্মপুকুর এলাকার সমীরউদ্দিনের ছেলে ও ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
আরএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএস/টিএ