পবিত্র ঈদে মিলাদুন্নবী ২১ নভেম্বর

বাংলাদেশে শুক্রবার সন্ধ্যায় ১৪৪০ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (১০ নভেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসেবে ২১ নভেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

মুসলিম ধর্মাবলম্বীরা ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু দিবস হিসেবে পালন করে। এ দিনেই রাসুলে করীম (স.) জন্ম ও মৃত্যুবরণ করেন।

মহানবী হযরত মুহম্মদ (স.) ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। সারা জীবন তিনি শান্তির ধর্ম ইসলামের প্রচার করেন। ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালেই মহানবী (স.) মৃত্যুবরণ করেন।

দিবসটি উপলক্ষ্যে মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল এবং আলোচনার আয়োজন করা হয়।

 

Share this news on: