জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কসবা উপজেলার কুটি চৌমুনী এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পথসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মুশফিকুর রহমান বলেন, নিরাপত্তা উপদেষ্টার এ সফর আঞ্চলিক শান্তি রক্ষার প্রয়াস। মূলত আঞ্চলিক এ সম্মেলনে কেবল বাংলাদেশই নয় বরং বিভিন্ন দেশের প্রতিনিধিরাও সেখানে এসেছে। আশা করি এতে আঞ্চলিক একটা পরিবেশ সৃষ্টি হবে যাতে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ না করি। এটি একটি শান্তিপূর্ণ প্রয়াস।
এ সময় নির্বাচনী এলাকায় ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন গত ১৭ বছরে ভোট কখন হয়েছে তা মানুষ জানতোনা। বর্তমানে দেশের মানুষ মুক্ত। তাই জনগণ অধির আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
এছাড়াও বিভিন্ন আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর তৎপরতা সম্পর্কে তিনি বলেন নির্বাচনের ওপর এর কোন প্রভাব পড়বেনা। দিনশেষে বিএনপি জয়ী হবে। এটি গণতন্ত্রের সৌন্দর্য।
পথসভাকালে তার সঙ্গে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সহ সভাপতি মো. ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য নাসির উদ্দিন হাজারীসহ বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভা শেষে তিনি কসবা পৌর মুক্তমঞ্চে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
ইএ/টিকে