সাম্প্রতিক একটি সংক্ষিপ্ত সামাজিক মাধ্যমে নিজের ভাবনা প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। তিনি লিখেছেন, সত্যিকারের বন্ধু সেই, যে অন্ধকার সময়েও পাশে থাকে। সহজ বাক্যের মধ্যেই তিনি যেন জীবনের গভীরতম বোধটি তুলে ধরলেন। শোবিজে যেখানে সম্পর্কের জৌলুস অনেক সময় আলোচিত হয়, সেখানে হিনার এই বক্তব্য অন্যরকম আলো ফেলেছে।
অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল বলছে, গত কয়েক মাস ধরে হিনা ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের নানা টানাপোড়েনের মুখোমুখি। সেই অভিজ্ঞতারই প্রতিফলন ঘটেছে তাঁর কথায়। ভক্তরা মন্তব্য করছেন, হিনার এই বার্তায় সাহস, স্থিরতা এবং সত্যিকারের সম্পর্কের মূল্যবোধে নতুন করে গুরুত্ব দেওয়ার আহ্বান মেলে।
হিনা খান সব সময়ই সরল ভাষায় প্রাণবন্ত বার্তা ছড়িয়ে দেন। এবারও তাঁর কথায় উঠে এসেছে মানুষের প্রতি বিশ্বাস, বন্ধুত্বের প্রতি গভীর আস্থা আর জীবনের কঠিন সময়ে পাশে থাকার মূল্য। তাঁর পোস্টটি ইতোমধ্যেই হাজারো মানুষের মন ছুঁয়ে দিয়েছে।
টিজে/টিকে