থমথমে কুমিল্লা, সতর্ক অবস্থানে পুলিশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় কুমিল্লার টাউন হল মাঠে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির দুই পক্ষকে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি প্রশাসন। তবে টাউন হল মাঠের অদূরে কান্দিরপাড় এলাকায় দুটি গ্রুপ বিকল্প স্থানে তাদের কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। সংঘাতের আশঙ্কায় সকাল থেকে টাউন হল মাঠে বিপুলসংখ্যক পুলিশ প্রস্তুত রাখা হয়েছে। এ পরিস্থিতিতে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে এবং নগরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর-৬ (আদর্শ সদর, সিটি কর্পোরেশন, সেনানিবাস এলাকা, সদর দক্ষিণ) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেয়ার পর থেকে তার মনোনয়ন বঞ্চিত চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। নির্বাচনকে সামনে রেখে একই দিনে একই মাঠে দুই পক্ষের অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এর আগে মনিরুল হক চৌধুরী বৃহস্পতিবার টাউন হল মাঠে জনসভা আয়োজনের ঘোষণা দেন। একই দিন ইয়াছিন অনুসারীরা চেয়ারম্যান খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন। উভয় পক্ষই বুধবার থেকে মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুত করতে শুরু করেন। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পায়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বুধবার রাতে স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করেন, একই দিনে একই মাঠে দুই পক্ষের কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই টাউন হল মাঠ কাউকে বরাদ্দ না করে বিকল্প স্থানে অনুষ্ঠান করার পরামর্শ দেওয়া হয়। পৃথক চিঠি উভয় পক্ষকে প্রদান করা হয়েছে।

এদিকে মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট মোতালেব হোসেন বলেন, বিধি মোতাবেক আবেদন ও মাঠের ভাড়ার টাকা জমা দিয়েও অন্য একটি পক্ষের ষড়যন্ত্রের কারণে টাউন হল মাঠে বিএনপির মনোনীত প্রার্থীকে সমাবেশ করতে দেয়া হয়নি। বিষয়টি আইনগতভাবে দেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বিকল্প স্থান কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় তাদের সমাবেশ হবে বলেও তিনি জানান। 

অপর দিকে ইয়াছিন অনুসারী আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান বলেন, কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে তাদের পূর্ব নির্ধারিত দোয়া অনুষ্ঠান হবে। 

এদিকে দুই গ্রুপের কর্মসূচি ঘিরে নগরীতে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে টাউন হল মাঠে গিয়ে দেখা যায়, সংঘাত এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। 

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, জেলা প্রশাসন থেকে দুটি পক্ষকে টাউন হল মাঠে অনুষ্ঠান না করে বিকল্প স্থানে অনুষ্ঠান করতে বলা হয়েছে। তাই দুটি পক্ষের কেউই আর বৃহস্পতিবার টাউন হল মাঠ ব্যবহার করতে পারবে না। বিকল্প স্থানে অনুষ্ঠান করতে গিয়ে সংঘাত সংঘর্ষ এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পরীমণির প্রেমের তালায় নতুন নাম ‘শাওন’ Nov 20, 2025
img
মুসলিম কখনো গুজবের মাইক হয় না : আজহারি Nov 20, 2025
img
গ্রামীণফোনের বিরুদ্ধে শাহ আবদুল করিমের ছেলের মামলা, ২০ কোটি ক্ষতিপূরণ দাবি Nov 20, 2025
img
আপনারা নিজেরাই এক একটা হিংস্র, অশিক্ষিত জানোয়ার: সুনিধি নায়েক Nov 20, 2025
img
এশিয়ান কাপে ‘কোয়ালিফাই’ করে ফিরতে চায় বাংলাদেশ Nov 20, 2025
img
রাতের আঁধারে সাংবাদিক ও ব্যবসায়ীকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ, টিআইবির প্রতিক্রিয়া Nov 20, 2025
img
নেপালের মেরা পিক পর্বতের চূড়ায় ইমতিয়াজ-শাহনাজ Nov 20, 2025
img
আহান-অনীত বলিউডের নেক্সট কাপল : করণ জোহর Nov 20, 2025
img
জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না: মিয়া গোলাম পরওয়ার Nov 20, 2025
img
স্বামীর পরকীয়ার গুঞ্জনে এবার মুখ খুললেন গোবিন্দের স্ত্রী সুনিতা Nov 20, 2025
img
হামজাকে ধন্যবাদ দিয়ে মুশফিকের মন্তব্য Nov 20, 2025
img
নির্বাচনের আগে ঢাকা-১০সহ তিন আসনে হঠাৎ বিশেষ বরাদ্দ, উপদেষ্টার প্রতিক্রিয়া Nov 20, 2025
img
গণশুনানিতেই মন জয় করলেন ডিসি জাহিদুল ইসলাম Nov 20, 2025
img
ভারত সিরিজ স্থগিত, নারী বিসিএলে ফরম্যাটে বড় পরিবর্তন Nov 20, 2025
img
দুনিয়ার কথায় নয়, নিজের শক্তিতে বিশ্বাস রাখুন: অমিতাভ বচ্চন Nov 20, 2025
img
বিচার বিভাগ স্বাধীন করার শেষ ধাপ সম্পন্ন হলো: আসিফ নজরুল Nov 20, 2025
img
বনশ্রী-রামপুরায় অবৈধ সাইনবোর্ড উচ্ছেদে অভিযান চালাল ডিএনসিসি Nov 20, 2025
img
৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন করেছে ইসি Nov 20, 2025
img
অন্যকে নয়, নিজের কাজকে গুরুত্ব দিন: বিক্রান্ত ম্যাসি Nov 20, 2025
img
সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক: তারেক রহমান Nov 20, 2025