ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবল ২০২৫ আসরের বাছাই খেলতে চীনে আছে বাংলাদেশ। দলটি বাছাইপর্ব উৎরাতে কঠোর পরিশ্রম করছে কোচ গোলাম রব্বানি ছোটনের অধীনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিডিও বার্তায় কথা বলেছেন সহকারী কোচ ইমরুল হাসান ও লেফট ব্যাক ইয়াহান হাবিব রিদোয়ান।
২২ নভেম্বর প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ পূর্ব তীমুর। গ্রুপ ‘এ’তে বাংলাদেশসহ চীন, বাহরাইন, ব্রুনাই, পূর্ব তীমুর ও শ্রীলঙ্কা প্রতিযোগিতা করবে।
আসর নিয়ে সহকারী কোচ ইমরুল বলেছেন, ‘আমাদের এই দলটি সাফ খেলেছে এবং সেখানে রানার্সআপ হয়ে এখানে এসেছে। আমরা তিন মাসের বেশি সময় প্রস্তুতি গ্রহণ করেছি কোয়ালিফাই করার জন্য। দলের সবাই আল্লাহর রহমতে সুস্থ আছে।’
‘চায়নাতে একটু ঠাণ্ডা আছে। খেলোয়াড়রা মোটামুটি আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে। আমাদের প্রথম দুইটা তিনটা ম্যাচই আছে দুপুর ২টায়। আশা করি কোন সমস্যা হবে না। দেশবাসী সবার কাছে দোয়া চাই, দলটা যেন ভালো করতে পারে।’
লেফটব্যাক ইয়াহান বলেন, ‘আমরা চায়নাতে এসেছি দুইদিন হচ্ছে। আমাদের যেসব দুর্বলতাগুলো ছিল কোচ সেসব নিয়ে কাজ করিয়েছেন। আমরা মোটামুটি আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছি।’
‘আমরা এখানে কোয়ালিফাই করার জন্য এসেছি। সবার মনোযোগ সেদিকেই আছে। আমাদের সর্বোচ্চটা চেষ্টা করব কোয়ালিফাই করার। দোয়া করবেন যাতে কোয়ালিফাই করে দেশে ফিরতে পারি।’
টিজে/টিকে