আবুধাবি টি-টেন লিগে প্রথমবার অংশ নেয় রয়্যাল চ্যাম্পস। ঘটা করে আলোচনায় আসা ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করে। অথচ চ্যাম্পস ইতোমধ্যে দুই ম্যাচ খেললেও একাদশে সুযোগ হয়নি বাংলাদেশের সাবেক অধিনায়কের।
আজ ডেকেন গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হয় চ্যাম্পস। এই ম্যাচে সাকিবের দলের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় ডেকেন। ডেভিড উইসের ২১ বলে ৫৯ রান এবং মার্কাস স্টয়নিসের ২২ বলে ৪০ রানের ইনিংসে ৪ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় পায় ডেকেন।
টি-টেন লিগে চ্যাম্পসের যাত্রাটা অবশ্য বেশ ভালো ছিল। ১৯ নভেম্বর ভিস্তা রাইডার্সের বিপক্ষে ৯ রানে জিতেছিল তারা। প্রথম ম্যাচেও মাঠে নামেননি সাকিব।
সাকিব কেন নেই, কি কারণে একাদশের বাইরে, এ ব্যাপারে চ্যাম্পসের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, একাদশ ভারসাম্যপূর্ণ রাখতে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন টিম ম্যানেজম্যান্ট।
সাকিবের অবর্তমানে ভিস্তা ও ডেকেনের বিপক্ষে নেতৃত্ব দিয়েছেন জেসন রয়। ইংল্যান্ড ওপেনারের অম্ল-মধুর অভিজ্ঞতা হয়েছে দুই ম্যাচে।
এর আগে চ্যাম্পসের পক্ষ থেকে অধিনায়ক ঘোষণার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সাকিব। তিনি জানিয়েছিলেন,
"রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য গর্বের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমরা ফ্যানদের জন্য উত্তেজনাপূর্ণ, প্রতিযোগিতামূলক এবং স্মরণীয় একটি মৌসুম উপহার দিতে চাই। নতুন দল হিসেবে আমাদের উৎসাহ এবং চেষ্টার মাত্রা অনেক বেশি।"
টিজে/টিকে