বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন এই তারকা।
সোনমের স্বামী আনন্দ আহুজা সেই ছবিতে মজা করে মন্তব্য করায় বিষয়টি দ্রুতই ভক্তদের নজর কেড়েছে।
ইনস্টাগ্রামে সোনম কাপুর তার নতুন ছবিটি পোস্ট করেন। ছবিতে লং কোর্ট এবং স্কার্ট পরিহিত সোনমের বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছিল। ছবিতে ক্যাপশন হিসেবে তিনি শুধু ‘মা’ শব্দটি লেখেন।
এই ছবিটিই আবার নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন সোনমের স্বামী আনন্দ আহুজা। সেখানে কমেন্ট বক্সে রসিকতা করে তিনি লেখেন, ‘ডাবল ট্রাবল’। অর্থাৎ, ‘দ্বিগুণ ঝামেলা’।
অনেকেই বলছেন, সোনমের এই ছবিটি প্রয়াত প্রিন্সেস ডায়ানার ফ্যাশনের কথা মনে করিয়ে দিচ্ছে। ইনস্টাগ্রামে এই পোস্টের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেত্রী।
২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিল কাপুরকন্যা সোনম কাপুর। ২০২২ সালে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয় এবং গত আগস্ট মাসে সন্তানের তৃতীয় জন্মদিন পালন করেন এই জুটি। গত অক্টোবরে অভিনেত্রী দ্বিতীয়বার মা হওয়ার সুখবরটি ভক্তদের জানিয়েছিলেন।
সোনম কাপুরের বলিউডে অভিষেক ঘটে সঞ্জয় লীলা বানশালির ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে; যেখানে রণবীর কাপুরের বিপরীতে ছিলেন অভিনেত্রী।
তাকে সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।
আরপি/টিকে