দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতকারীদের হামলায় ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন বলে মেডিকেল সূত্র ও আনাদোলুর খবরে জানানো হয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার নাবলুসের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনার গুলিতে চার ফিলিস্তিনি, যার মধ্যে একটি শিশুও রয়েছে, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান, ইসরায়েলি সামরিক যানবাহন নাবলুসের ন্যাশনাল হাসপাতাল এলাকা ও ফয়সাল স্ট্রিটের আশপাশে অভিযান চালায়। এ সময় দোকান ও বাড়িঘরের সামনের অংশে ক্ষতি হয়।
পরে অভিযান পুরনো শহর ও আশেপাশের এলাকায় বিস্তৃত করা হয়। সৈন্যরা জীবন্ত গুলি ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে।
পাল্টা প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করলে সেনারা সরাসরি গুলি চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নাবলুসের দক্ষিণ ও পূর্ব উপকণ্ঠে বেইতা, উরিফ ও বেইত ফুরিক শহরে ঘরবাড়িতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।
ঘরে ঘরে তল্লাশি ও স্থানীয়দের ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এক ফিলিস্তিনি যুবককে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং আরেকজনকে পিটিয়ে আহত করা হয় বলে জানায় স্থানীয়রা।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, নাবলুসে রাতভর ধরে পরিচালিত গ্রেপ্তার অভিযানের সময় এক ইসরায়েলি সৈন্য গুলিবিদ্ধ হয়ে মাঝারি মাত্রার আহত হয়েছে।
পিএ/এসএন