পটুয়াখালী-২ (বাউফল) আসনের গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. আমজাদ হোসেন (৬৮) আর নেই।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে মরহুমের ছোট ছেলে এসএম ফরহাদ বলেন, আমাদের বাবা সারাজীবন দেশকে ভালোবেসে কাজ করেছেন। হঠাৎ সবকিছু বদলে গেল। যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ তাকে ফিরিয়ে নিলেন। আপনারা বাবার জন্য দোয়া করবেন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর আমজাদ হোসেন নিজ বাড়িতে অসুস্থতা অনুভব করলে প্রথমে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে লেবুখালীতে ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানান, তার কিডনির সমস্যা ছিল, পানি শূন্যতার কারণে তার প্রসব বের হয় না।
ডায়ালাইসিস করতে হবে। এটা ঢাকা সিএমএস হাসপাতালে আছে। পরে ঢাকা রওয়ানা হলে বরিশাল পৌঁছানোর আগেই তিনি ইন্তেকাল করেন।
মরহুম আমজাদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা, সহকর্মী এবং সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
পিএ/এসএন