পেসারদের স্বর্গে ব্যাট হাতে শেষটা রাঙালেন ট্রাভিস হেড। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ইতিহাস গড়ে মাত্র ৬৯ বলে সেঞ্চুরি করলেন অজি ওপেনার।যতক্ষণে আউট হলেন, তখন আর ইংল্যান্ডের জন্য কিছু বাকি রইলো না। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় জয় পেল অস্ট্রেলিয়া।
২০৫ রানের টার্গেট তাড়ায় অস্ট্রেলিয়া খরচ করল মোটে ২৮ দশমিক ২ ওভার। উইকেটের পতন হয়েছে মাত্র দুটি। ১৬টি চার ও ৪টি ছক্কার মারে মাত্র ৮৩ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন হেড। ৪৯ বলে ৫১ রানে অপরাজিত থাকলেন মারনাস লাবুশানে।
অ্যাশেজ সিরিজের প্রথম তথা পার্থ টেস্ট যেন রূপ নিয়েছিল পেসারদের লড়াইয়ে। অ্যাশেজের ইতিহাসে প্রথমবার প্রথম দিনেই ১৯টি উইকেট পড়ার নজির গড়ে পার্থ টেস্ট। সদ্য শেষ হওয়া টেস্টে বোলাররা কতটা রাজত্ব করছে, তা প্রথম বাক্যেই অনুমান করা যায়। দুই ইনিংসে যথাক্রমে ১৭২ ও ১৬৪ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। তবে প্রথম ইনিংসের লিড মিলিয়ে তাদের পুঁজিটা দাঁড়ায় ২০৫ রানের। এই রান স্বাগতিক অস্ট্রেলিয়া সহজেই পেরোতে পারবে এমন বাজি ধরার লোক খুব বেশি ছিল না। অন্তত ম্যাচের পরিস্থিতি বিবেচনায়।
বোলিং স্বর্গে দাঁড়িয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন ট্রাভিস হেড। ইংলিশ বোলারদের তুলোধুনো করে জয়ের পথ সুগম করেছেন।
এমআর/টিকে