রিভিউয়ে মাঠের সিদ্ধান্ত পাল্টে অ্যাশেজ আলোচনায় শরফুদ্দৌলা

অ্যাশেজে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনেই তার এক সিদ্ধান্তে বিতর্ক উঠল। পার্থে অস্ট্রেলিয়া জেমি স্মিথের বিরুদ্ধে কট বিহাইন্ডের জন্য রিভিউ নিলে তাকে আউট দেন শরফুদ্দৌলা।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ২৮তম ওভারের ঘটনা। সফরকারীদের স্কোর ১০৪-৬। ডগেটের লেগ সাইডের বল পুল শট খেলেন স্মিথ। অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড শর্ট লেগের কাছে ফিল্ডিংয়ে ছিলেন। ব্যাটের কানায় বল লাগার শব্দ শেঅনেন তিনি। উইকেটকিপার অ্যালেক্স ক্যারিও আত্মবিশ্বাস নিয়ে আপিল করেন। তবে অন ফিল্ডের আম্পায়ার নিতিন মেনন নট আউট দেন। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ দ্রুত রিভিউ নেন।

টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা শরফুদ্দৌলা প্রায় পাঁচ মিনিট ধরে ওই মুহূর্তটি পর্যবেক্ষণ করেন। টেস্ট ম্যাচ বিশেষ ধারাভাষ্যকার সিমন মান বলছিলেন, ‘আমি যতদূর মনে করতে পারি, এটা অন্যতম লম্বা সময়ের রিভিউ।’

প্রথম রিপ্লেতে ডিআরএসে শব্দ শুনতে পাওয়া যায়। স্মিথ সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হাঁটা শুরু করেন। তবে পরের রিপ্লেতে বল ব্যাট অতিক্রম করার পর শব্দ হয়েছে, বুঝতে পেরে থেমে যান ইংলিশ ব্যাটার। শরফুদ্দৌলা বলছিলেন, ‘বল অতিক্রম করার সময় কিছু হয়নি। বল এরই মধ্যে ব্যাট অতিক্রম করেছে।’

বিজ্ঞাপনতারপর শরফুদ্দৌলা একের পর এক রিপ্লে আবার দেখতে থাকেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলছিলেন, ‘একটা সময়সীমা থাকা উচিত। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে।’

বেশ কয়েকবার রিপ্লে দেখে শরফুদ্দৌলা তার সিদ্ধান্ত পাল্টান, ‘বল ব্যাট পার করার সময় আমি একটি স্পাইক দেখতে পাচ্ছি। বল ব্যাট স্পর্শ করেছে।’

মেননকে সিদ্ধান্ত পাল্টাতে বলেন শরফুদ্দৌলা। স্মিথকে আউটের হতাশা নিয়ে শাঠ ছাড়তে হয়। একই সঙ্গে পার্থ স্টেডিয়াম থেকে দুয়ো আসতে থাকে।

এই ম্যাচ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের লাইভ বিবরণীতে শরফুদ্দৌলার সিদ্ধান্তকে নিয়ে বিতর্ক হয়েছে, ‘এটা হাস্যকর। এমন সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো প্রমাণই ছিল না। এটা একেবারেই নিশ্চিত কোনো কিছু নয়। প্রযুক্তি যদি ঠিকমতো কাজ না করে তাহলে মাঠের সিদ্ধান্তেই থাকা উচিত। কিন্তু মাত্র পাঁচ মিনিটে তিনি সিদ্ধান্ত বদলালেন।’



অবশ্য সাইমন টফেল মনে করেন শরফুদ্দৌলার সিদ্ধান্ত সঠিক। টানা পাঁচবারের বর্ষসেরা সাবেক আম্পায়ার ও সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে পরিচিত এই অস্ট্রেলিয়ান বললেন, ‘এই ধরনের সমস্যা দেখা যায়, যখন আমরা বিশ্বজুড়ে দুই ধরনের এজ ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করি। আমরা যেখানে হক-আই আলট্রা এজ ব্যবহার করি, তখন অস্ট্রেলিয়া রিয়েল টাইম-স্নিকো (আরটিএস) ব্যবহার করে। সীমিত অভিজ্ঞতা দিয়ে আরটিএস কীভাবে ব্যবহার করবেন, সিরিজে (আম্পায়ারিংয়ের সময়) সেটা বোঝা কঠিন। কিন্তু আরটিএসের চূড়ান্ত প্রমাণ নীতি অনুযায়ী, যদি বল ব্যাট পার হয়েও একটি ফ্রেম পর্যন্ত স্পাইক দেখা যায়, তবে সেটা চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা হয়। আর এই ঘটনায় ঠিক এটাই দেখা গিয়েছে।’

তিনি আরো বলেন, ‘দুর্ভাগ্যবশত তিনি (শরফুদ্দৌলা) যতটা দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, তত দ্রুত সিদ্ধান্ত নিতে চাননি। আর আরটিএস সংশ্লিষ্ট ব্যক্তিরা সর্বোচ্চ চেষ্টা করেছে তাকে (ফুটেজ) দেখানোর, ধীর করেছে (ফুটেজ), ঘুরিয়েও দেখিয়েছে। আমার মত হলো, সঠিক সিদ্ধান্তই হয়েছে। (বল) ব্যাট পার হয়ে এক ফ্রেম পর স্পাইক দেখালে ব্যাটসম্যান অবশ্যই আউট।’

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
সাফল্যের পথে নতুন চ্যালেঞ্জ ভাগ্যশ্রীর! Nov 22, 2025
img
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ৫৯৩ Nov 22, 2025
img
বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র-গণতন্ত্র বিফলে যাবে: প্রধান বিচারপতি Nov 22, 2025
বাকযুদ্ধের পর হাসিমুখে একসঙ্গে ট্রাম্প-মামদানি Nov 22, 2025
img
আলেমরা রাষ্ট্র পরিচালনায় না এলে দেশে সুখ-শান্তি আসবে না : ধর্ম উপদেষ্টা Nov 22, 2025
img
দক্ষিণী তারকা নন্দমুরি বালাকৃষ্ণ আবারও ফিরে আসছেন ‘অখণ্ড ২’-এ Nov 22, 2025
img
নাগরিকরা নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না: রিজওয়ানা হাসান Nov 22, 2025
img
রাজধানীর সেগুনবাগিচায় ১০তলা ভবনে আগুন Nov 22, 2025
img
রিভিউয়ে মাঠের সিদ্ধান্ত পাল্টে অ্যাশেজ আলোচনায় শরফুদ্দৌলা Nov 22, 2025
img
আবারও 'মা' হলেন ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না Nov 22, 2025
img
অভিনয়ের পর পরিচালক হিসেবে কীর্তি সুরেশ! Nov 22, 2025
img
ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানালো ইইউ Nov 22, 2025
img
আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমীর Nov 22, 2025
img
'অখণ্ড ২' ট্রেলারে প্রকাশ পেল শক্তিশালী বার্তা ও দৃষ্টিভঙ্গি Nov 22, 2025
img
পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা Nov 22, 2025
img
কিংয়ের নতুন অ্যাকশন-কমেডি গানে সাহের বাম্বার জাদু Nov 22, 2025
img

অ্যাশেজ সিরিজ

ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়া Nov 22, 2025
img
অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা জারি Nov 22, 2025
img
অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুললেন জিতু কামাল Nov 22, 2025
img
এপ্রিল থেকে জুনে ৫৪ লাখেরও বেশি মুসল্লির ওমরাহ আদায় Nov 22, 2025