জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে সৌম্য সরকারের অনবদ্য সেঞ্চুরিতে ময়মনসিংহ বিভাগের বিপক্ষ বড় সংগ্রহের পথে রয়েছে খুলনা বিভাগ। মাত্র ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন খুলনার এই ওপেনার। শনিবার (২২ নভেম্বর) খুলনা স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩২৮ রান।
এই ৩২৮ রানের মধ্যে সৌম্যের রানই ১৮৬ রানের ইনিংস। ২২২ বলে ২৪ চার ও ৫ ছয়ে ইনিংস সাজান তিনি। কালাম সিদ্দিকীর ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৭।
অবশ্য টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি খুলনা বিভাগের। দলীয় ২৭ রানে এনামুল হক বিজয়ের আউটে ভাঙে উদ্বোধনী জুটি। ৩২ বলে ১৪ রান করে আউট হন বিজয়। এরপর কালাম সিদ্দিকী এলিনকে সাথে নিয়ে দলের স্কোর বড় করতে থাকেন সৌম্য সরকার। এই জুটিতে আসে ২৩০ রান। দলীয় ২৫৭ রানে এলিনের আউটে ভাঙে এ জুটি।
শহিদুল ইসলামের ব্যাটে আব্দুল মজিদের হাতে ক্যাচ দেয়ার আগে ৭৭ রান সংগ্রহ করেন এলিন। ১৩৩ বলে ১০টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তার ইনিংস। ততক্ষণে সেঞ্চুরি হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পথেই এগোচ্ছিলেন সৌম্য। তবে দলীয় ৩০৪ রানে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রান আগে শুভাগত হোমের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
সৌম্য আউট হওয়ার পর হঠাৎই ছন্দ পতন হয় খুলনার। পরপর আউট হয়ে যান আরও তিনজন। জিয়াউর রহমান ৮ আর আফিফ হোসেন ধ্রুব ১৩ রানে ক্রিজে আছেন। ময়মনসিংহ বিভাগের হয়ে অধিনায়ক শুভাগত হোম ৬৪ রান খরচায় নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন আসাদুল্লাহ গালিব, শহীদুল ইসলাম ও আরিফ আহমেদ।
জাতীয় ক্রিকেট লিগে প্রথম চার রাউন্ড শেষে ২ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে খুলনা বিভাগ। অন্যদিকে ১৪ পয়েন্ট তৃতীয় অবস্থানে ময়মনসসিংহ বিভাগ।
টিকে/