বলিউডের পরিবারের অন্তরঙ্গ মুহূর্ত এবার নজরে এসেছে নেটফ্লিক্সের নতুন শো ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এর মাধ্যমে। শোতে কারিনা কাপুর খানের একটি মজার ও স্মরণীয় ঘটনা ফাঁস করেছেন। কারিনা তখন অন্তঃসত্ত্বা। এক পারিবারিক অনুষ্ঠানে তিনি পরপর ‘বেকড’ খাবার মুখে নিলে রণবীর কাপুরের মা নীতু কাপুর তার ওপর জোর ধমক দেন।
কারিনা শেয়ার করেছেন, “আমি তখন গর্ভবতী। এটুকু তো খেতে পারি।” তবে নীতু কাপুর কণ্ঠ উঁচু করে বলেন, “তুমি অন্তঃসত্ত্বা তো তাতে কী? এত খাবার খেও না।” এই ঘটনাটি শুধু একবার নয়, করিনা একাধিকবার বেশি খাওয়ার অভ্যেসের জন্য নীতুর কাছে বকুনি খেয়েছেন।
শোতে এই মুহূর্তটি হালকা-ফুলকা বিনোদন, পরিবারের উষ্ণ রসায়ন এবং পারিবারিক সম্পর্কের মজার দিক তুলে ধরেছে। ভক্তরা এই অন্তরঙ্গ গল্প দেখে নেটফ্লিক্স শোতে আরও আগ্রহী হয়েছেন।
আরপি/টিকে