বলিউডের দম্পতি শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিবাহবার্ষিকী এবার ১৬ বছরে পা রাখল। বহু বিতর্ক, আর্থিক জটিলতা এবং ব্যক্তিগত ঝড়ঝাপটা পার করার পরও তাঁদের ভালোবাসা অটুট। এ উপলক্ষ্যে শিল্পা একটি আদুরে পোস্টে জানান, “আমাদের বিয়ের ১৬ বছর। এখনও ভালোবাসায় ডুবে রয়েছি। প্রতিদিন একে অপরের প্রেমে পড়ছি আমরা। সবসময় এবং সারা জীবন আমরা একে অপরের সঙ্গে এভাবেই থাকব। শুভ বিবাহবার্ষিকী।”
বিবাহবার্ষিকীতে দম্পতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওও পোস্ট করেন, যেখানে তাদের খুনসুটি ও পারস্পরিক আদর ধরা পড়েছে। ভিডিওতে রাজ শিল্পাকে বাইরে যেতে অনুরোধ করেন, আর শিল্পা খুশিতে সাড়া দেন। এই মধুর খুনসুটি এবং হাস্যরস ভক্তদের মন জয় করেছে।
শিল্পার বোন শমিতা শেট্টি সহ একাধিক ইন্ডাস্ট্রি বিশিষ্টরাও তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। ২০০৯ সালে গাঁটছড়া বাঁধা এই দম্পতির পরিবারে দুই সন্তান ভিয়ান ও সমীক্ষা এর আগমন ঘটেছে, যা তাদের দাম্পত্য জীবনকে আরও পূর্ণ করেছে। এত বছর পরও তারা একে অপরের সঙ্গে আনন্দ ও ভালোবাসায় তৃপ্ত।
আরপি/টিকে