ঢাকা টেস্টেও হার নিশ্চিত হয়ে গিয়েছে আয়ারল্যান্ড দলের। বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচে হারতে যাচ্ছে তারা। তবুও সংবাদ সম্মেলনে এসে শিষ্যদের ঢাল হয়ে দাঁড়ালেন দলটির স্পিন কোচ ক্রিস ব্রাউন। দলের স্পিনারদের প্রশংসা করে এই সিরিজ থেকে অনেক শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে ব্রাউন বলেছেন, ‘আমার মতে, অ্যান্ডি ম্যাকব্রাইন প্রথম ইনিংসে অনেক ভালো করেছে। ২ স্পিনার এখনও অনেক তরুণ। লেগ স্পিনারটি (গ্যাভিন হোয়ে) কেবলই তার প্রথম টেস্ট ম্যাচ খেলছে। যদিও আগে সে অনেক প্রথম শ্রেণির ম্যাচ খেলে এসেছে। ম্যাথু হামফ্রেস এর আগে ২ বার ফাইফার নিয়েছে। এখান থেকে তারা অনেক শিক্ষা নিতে পারে। যা এই কন্ডিশন বুঝতে তাদের অনেক সাহায্য করবে। ম্যাকব্রাইন সিনিয়র স্পিনার হিসেবে অনেক ভালো করেছে। দ্বিতীয় ইনিংসেও ভালো করেছিল তবে কিছু ম্যাচ হয়েছে। দুই তরুণ স্পিনার অনেক ভালো শিক্ষা নিতে পারবে এখান থেকে।’
পরে এমন কন্ডিশন নিয়ে ব্রাউন বলেছেন, ‘শুরুতে বল স্পিন করানোর চেষ্টা করতে হবে। সাথে অ্যাকুরেসি মেইনটেইন করতে হবে। বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ক্রিজ ব্যবহার করেছে, তারা বলের স্পিনটাকে নিজেদের কাজে লাগাতে চেয়েছে। ফলে পরে যখন এই কন্ডিশনে আসব, এগুলো সবার জন্য খুব ভালো শিক্ষা এবং অভিজ্ঞতা হয়ে থাকবে।’
আগামীকালের লক্ষ্য নিয়ে ব্রাউন বলেছেন, ‘ম্যাচ অফিশিয়াল বলেছেন, প্রথম ৩ দিন সারফেস অনেক ভালো ছিল। কালকে সকালে এসে সেশন বাই সেশন আগানোর চেষ্টা করব। চেষ্টা করব বাকি সময়টা কাটিয়ে দিতে।’
তরুণ লেগি গ্যাভিন হোয়ে খেলছেন অভিষেক টেস্ট। তাকে নিয়ে ব্রাউন বলেছেন, ‘আশা করি সে এই ফরম্যাটে ভালো পারফর্মার হতে পারবে। তার বয়স মাত্র ২৪ বছর। এখানে স্পিনের জন্য বেশ ভালো জায়গায় সে অভিষিক্ত হয়েছে। অনেক ভালো স্পিনে দক্ষ ব্যাটারদের বিপক্ষে সে বল করেছে। দারুণ প্রতিজ্ঞাবদ্ধ ছিল। আশা করি ভবিষ্যতে দলের হয়ে ভালো করবে। শেন ওয়ার্ন নিজের অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। পরে দুনিয়ার সেরা লেগ স্পিনার হয়েছেন। গ্যাভিন হোয়ের মাঝে সামনে এগিয়ে যাওয়ার জন্য সব ধরনের উপাদান রয়েছে, যা এখানে সে দেখিয়েছে। আশা করি সে এখান থেকে অনেক কিছু শিখবে।’
টিজে/টিকে