দক্ষিণ নেদারল্যান্ডসের আইন্ডহোভেন বিমানবন্দরে একাধিক ড্রোন দেখা যাওয়ায় কয়েক ঘণ্টার জন্য বিমান চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী রুবেন ব্রেকেলম্যানসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
শনিবার (২২ নভেম্বর) রুবেন ব্রেকেলম্যান বলেন, বিমান চলাচল প্রায় স্থানীয় সময় রাত ১১টা নাগাদ পুনরায় শুরু হয়।
প্রতিরক্ষামন্ত্রী জানান, 'ড্রোনের কারণে বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত ছিলো। নিরাপত্তার কারণে অতিরিক্ত কোনো তথ্য শেয়ার করা যাচ্ছে না।'
আইন্ডহোভেন বিমানবন্দরটি উভয়- সিভিলিয়ান ও সামরিক- উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ড্রোনগুলোর উত্স সম্পর্কে মন্ত্রণালয় কোনো অতিরিক্ত মন্তব্য করেনি।
ইউরোপে সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। অনেকদেশই সন্দেহের তীর রাশিয়ার দিকে ছুড়েছেন। তবে, এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো।
গত সেপ্টেম্বরে, ২০টিরও বেশি রাশিয়ান ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে এবং তিনটি রাশিয়ান সামরিক জেট এস্তোনিয়ার আকাশসীমায় ১২ মিনিটের জন্য সীমা লঙ্ঘন করে অবস্থান করে।
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেয়েন এসব ঘটনার বিষয়টি 'হাইব্রিড যুদ্ধ' হিসেবে অভিহিত করেছেন।
কেএন/টিকে