যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বার্তার জেরে ভেনেজুয়েলাগামী ফ্লাইট বাতিল করলো তিন দেশের এয়ারলাইন্স। দেশটির আকাশসীমায় যেকোনো বিপজ্জনক পরিস্থিতি'র মুখে পড়তে পারে বিমান-যুক্তরাষ্ট্রের এমন সতর্কতার জেরে শনিবার (২২ নভেম্বের) কারাকাস থেকে ছেড়ে যাওয়া সকল ফ্লাইট বাতিল করেছে ব্রাজিলের গল, কলম্বিয়ার এভিয়াঙ্কা ও পর্তুগালের ট্যাপ এয়ারলাইন্স।
সম্প্রতি ভেনেজুয়েলায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে দেশটিতে সামরিক কার্যকলাপ বৃদ্ধির ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। বিবৃতিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে ২ দিন থেকে সপ্তাহব্যাপী ফ্লাইট বাতিলের সিদ্ধান্তের ঘোষণা দেয় দেশগুলো।
কলম্বিয়ার এ্যারোনাউটিকা সিভিল জানিয়েছে, সুরক্ষা পরিস্থিতির অবনতি এবং অঞ্চলে সামরিক কার্যক্রমের বৃদ্ধি'র কারণে মাইকুয়েতিয়া এলাকার আকাশপথে “সম্ভাব্য ঝুঁকি” রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বৃহত্তম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, কমপক্ষে আটটি যুদ্ধজাহাজ এবং 'এফ-৩৫' যুদ্ধবিমান।
অন্যদিকে, গত সোমবার থেকে শুরু করে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলাগামী সকল ফ্লাইট বাতিল করেছে স্পেনের ইবেরিয়া এয়ারলাইন্স। তবে, শনিবার (২২ নভেম্বর) ভেনেজুয়েলার রাজধানী থেকে মাদ্রিদ যাওয়া ফ্লাইটটি চলেছে।
কেএন/টিকে